নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বড় কর ফাঁকিবাজদের ধরতে এবার কর গোয়েন্দা ইউনিট করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষায়িত এই ইউনিট চালু হলে শুধু আয়কর ফাঁকি দেয় এমন বড় কর ফাঁকিবাজদের ধরা সহজ হবে। নতুন এই গোয়েন্দা সেল চালুর জন্য এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এর অনুমোদনও নেওয়া হয়েছে।
বর্তমানে এনবিআরের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামে একটি বিশেষায়িত রাজস্ব গোয়েন্দা সেল কাজ করছে। তবে সেলটি সার্বিকভাবে কর, শুল্ক ও ভ্যাট খাতের রাজস্ব ফাঁকির বিষয়টি নিয়ে কাজ করে। একটি প্রতিষ্ঠান সবগুলো ইউনিটের বিষয় দেখভাল করায় আয়করের বিষয়টি মনোযোগ হারায় বলে অনেকে মনে করেন।
যেহেতু দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বেসরকারি খাতের ব্যাপক প্রসার ঘটছে, অথচ আয়কর আদায়ের হার কাঙ্ক্ষিত মাত্রায় নয়, তাই এ বিষয়ে বিশেষ নজরদারির জন্য একটি বিশেষায়িত ইউনিট করার প্রয়োজনীয়তা বোধ করে এনবিআর। সিইআইসি রাজস্ব ফাঁকি নিয়ে কাজ করলেও এক-এগারোর সরকারের পরে এই খাতে বড় কোনো সাফল্য দেখা যায়নি।
তাই আয়কর থেকে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যে এবং ফাঁকি কমিয়ে এই খাতে আরও স্বচ্ছতা প্রতিষ্ঠায় এনবিআর নতুন এই উদ্যোগ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর নতুন এই গোয়েন্দা ইউনিট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর মাধ্যমে যাতে করদাতাদের ভোগান্তি না বাড়ে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের।
জানা গেছে, ভারতের অর্থনৈতিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। কর ফাঁকি বন্ধে বেশ সুনামের সঙ্গে চলছে প্রতিষ্ঠানটি। এই সংস্থার আদলে কাজ করবেন দেশের আয়কর গোয়েন্দারা। তথ্যানুসন্ধান বলছে, ছোট ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক বড় বড় করপোরেট প্রতিষ্ঠানও যথাযথ নিয়মে আয়কর দিতে সময়ক্ষেপণ ও গড়িমসি করে। নতুন গোয়েন্দা ইউনিট এই পথ বন্ধ করতে উদ্যোগী হবে বলে জানিয়েছে এনবিআর। শুল্ক গোয়েন্দার মতোই কাজ করবেন আয়কর গোয়েন্দারা।
এ বিষয়ে জানতে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আয়কর গোয়েন্দা ইউনিট বিশ্বের প্রতিটি দেশেই আছে। প্রতিবেশী দেশ ভারতেও আয়কর বিভাগের আলাদা গোয়েন্দা ইউনিট রয়েছে। বাংলাদেশেও এমন একটি ইউনিট এখন সময়ের দাবি। সব প্রস্তুতি শেষে শিগগির যাত্রা শুরু করবে নতুন এই গোয়েন্দা ইউনিট।
এনবিআর সূত্র জানায়, এনবিআরের মূল গোয়েন্দা ইউনিট সিআইসি। এই ইউনিট শুল্ক, ভ্যাট ও আয়কর খাতের বিভিন্ন অনিয়ম বন্ধে কাজ করে। এর বাইরে শুল্ক খাতের জন্য শুল্ক গোয়েন্দা এবং ভ্যাটের জন্য ভ্যাট গোয়েন্দা কাজ করে। শুধু আয়কর খাতের পৃথক কোনো গোয়েন্দা ইউনিট নেই।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আয়কে কেন্দ্র করে গোয়েন্দা ইউনিট একটা হতেই পারে। আমাদের মূলত দরকার করনেট সম্প্রসারণ। সে জন্য তথ্য সংগ্রহ, অনুসন্ধানের কাজে লাগালে ঠিক আছে। তবে এর উদ্দেশ্য যদি হয় পুরোনো করদাতাদের চেপে ধরা, তাহলে এটা হয়রানি ছাড়া কিছু হবে না।’
বড় কর ফাঁকিবাজদের ধরতে এবার কর গোয়েন্দা ইউনিট করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষায়িত এই ইউনিট চালু হলে শুধু আয়কর ফাঁকি দেয় এমন বড় কর ফাঁকিবাজদের ধরা সহজ হবে। নতুন এই গোয়েন্দা সেল চালুর জন্য এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এর অনুমোদনও নেওয়া হয়েছে।
বর্তমানে এনবিআরের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামে একটি বিশেষায়িত রাজস্ব গোয়েন্দা সেল কাজ করছে। তবে সেলটি সার্বিকভাবে কর, শুল্ক ও ভ্যাট খাতের রাজস্ব ফাঁকির বিষয়টি নিয়ে কাজ করে। একটি প্রতিষ্ঠান সবগুলো ইউনিটের বিষয় দেখভাল করায় আয়করের বিষয়টি মনোযোগ হারায় বলে অনেকে মনে করেন।
যেহেতু দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বেসরকারি খাতের ব্যাপক প্রসার ঘটছে, অথচ আয়কর আদায়ের হার কাঙ্ক্ষিত মাত্রায় নয়, তাই এ বিষয়ে বিশেষ নজরদারির জন্য একটি বিশেষায়িত ইউনিট করার প্রয়োজনীয়তা বোধ করে এনবিআর। সিইআইসি রাজস্ব ফাঁকি নিয়ে কাজ করলেও এক-এগারোর সরকারের পরে এই খাতে বড় কোনো সাফল্য দেখা যায়নি।
তাই আয়কর থেকে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যে এবং ফাঁকি কমিয়ে এই খাতে আরও স্বচ্ছতা প্রতিষ্ঠায় এনবিআর নতুন এই উদ্যোগ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর নতুন এই গোয়েন্দা ইউনিট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর মাধ্যমে যাতে করদাতাদের ভোগান্তি না বাড়ে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের।
জানা গেছে, ভারতের অর্থনৈতিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। কর ফাঁকি বন্ধে বেশ সুনামের সঙ্গে চলছে প্রতিষ্ঠানটি। এই সংস্থার আদলে কাজ করবেন দেশের আয়কর গোয়েন্দারা। তথ্যানুসন্ধান বলছে, ছোট ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক বড় বড় করপোরেট প্রতিষ্ঠানও যথাযথ নিয়মে আয়কর দিতে সময়ক্ষেপণ ও গড়িমসি করে। নতুন গোয়েন্দা ইউনিট এই পথ বন্ধ করতে উদ্যোগী হবে বলে জানিয়েছে এনবিআর। শুল্ক গোয়েন্দার মতোই কাজ করবেন আয়কর গোয়েন্দারা।
এ বিষয়ে জানতে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আয়কর গোয়েন্দা ইউনিট বিশ্বের প্রতিটি দেশেই আছে। প্রতিবেশী দেশ ভারতেও আয়কর বিভাগের আলাদা গোয়েন্দা ইউনিট রয়েছে। বাংলাদেশেও এমন একটি ইউনিট এখন সময়ের দাবি। সব প্রস্তুতি শেষে শিগগির যাত্রা শুরু করবে নতুন এই গোয়েন্দা ইউনিট।
এনবিআর সূত্র জানায়, এনবিআরের মূল গোয়েন্দা ইউনিট সিআইসি। এই ইউনিট শুল্ক, ভ্যাট ও আয়কর খাতের বিভিন্ন অনিয়ম বন্ধে কাজ করে। এর বাইরে শুল্ক খাতের জন্য শুল্ক গোয়েন্দা এবং ভ্যাটের জন্য ভ্যাট গোয়েন্দা কাজ করে। শুধু আয়কর খাতের পৃথক কোনো গোয়েন্দা ইউনিট নেই।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আয়কে কেন্দ্র করে গোয়েন্দা ইউনিট একটা হতেই পারে। আমাদের মূলত দরকার করনেট সম্প্রসারণ। সে জন্য তথ্য সংগ্রহ, অনুসন্ধানের কাজে লাগালে ঠিক আছে। তবে এর উদ্দেশ্য যদি হয় পুরোনো করদাতাদের চেপে ধরা, তাহলে এটা হয়রানি ছাড়া কিছু হবে না।’
দেশের বিভিন্ন কর অঞ্চল ও কাস্টমস হাউসে কলম বিরতি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা যথারীতি দপ্তরে এসেছেন। তবে কোনো দাপ্তরিক কাজ করছেন না তাঁরা। কেবল বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এনবিআরের কর, শুল্ক ও মূসক নীতি বিভাগের কর্মকর্তারা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
২ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পুঁজিবাজার সংস্কার বৈঠক বিনিয়োগকারীদের আশানুরূপ ফল দেয়নি। বৈঠকে প্রস্তাবিত নির্দেশনাগুলো নতুনত্বহীন ও বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন অংশীজনরা। ফলে বিনিয়োগকারীদের আস্থা আরও হ্রাস পেয়েছে, যার প্রতিফলন দেখা গেছে পুঁজিবাজারের সূচকে।
৬ ঘণ্টা আগেঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে ও আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৫। পিএফইসি গ্লোবালের আয়োজনে এই এক্সপোটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২০ মে) ঢাকার ওয়েস্টিন হোটেলে। এই অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের ৪.৭ বিলিয়ন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচির আওতায় পরবর্তী দুটি কিস্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড়ের সিদ্ধান্ত আগামীকাল জানাবে আইএমএফ। এ নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও আইএমএফ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। বাংলাদেশ ব্যাংক আগামীকাল এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে...
১৫ ঘণ্টা আগে