মনজুরুল ইসলাম, ঢাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র এয়ারলাইনস ইউনাইটেড এয়ারওয়েজকে আবার চালু করতে ২০২১ সালে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়ে পুনর্গঠন করা নতুন পর্ষদ এয়ারলাইনসটিকে কার্যক্রমে ফিরিয়ে আনতে গত দুই বছরে নানা পদক্ষেপ নেয়। তবে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বকেয়া পাওনা পরিশোধ করতে না পারায় আলোর মুখ দেখছে না প্রক্রিয়াটি। উপরন্তু, বকেয়া আদায়ে এয়ারলাইনসটির বিরুদ্ধে চলমান মামলাগুলোও মোকাবিলা করতে হচ্ছে বর্তমান পর্ষদকে। এ অবস্থায় অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতির আগ্রহ প্রকাশ করে বিএসইসিকে চিঠি দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ।
বিএসইসি সূত্রে জানা গেছে, দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগ্রহ দেখিয়ে গত জুন মাসে চিঠি পাঠায় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দায়িত্ব পাওয়ার পরবর্তী দুই বছরে বার্ষিক সাধারণ সভা সম্পাদনসহ এয়ারলাইনসটিকে আবার চালু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি বেবিচকের পাওনা আনুমানিক ৩৫০ কোটি টাকা মওকুফের বিষয়টি চূড়ান্তভাবে নাকচ করা হয়েছে। এ অবস্থায় এয়ার অপারেটিং সার্টিফিকেট (এওসি) নবায়ন করা সম্ভব হবে না।
ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম নজরুল ইসলাম জানান, এয়ারলাইনসটিকে নতুন করে চালু করতে সবচেয়ে বড় বাধা বেবিচকের বিপুল পরিমাণের পাওনা ও চলতি মূলধনের সংকট। সে কারণে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া মওকুফের আবেদন করা হয়েছিল, যা অর্থ মন্ত্রণালয় নাকচ করেছে। এ অবস্থায় বকেয়া পরিশোধ ছাড়া বেবিচক থেকে এওসি পাওয়া যাবে না। আর এওসি না পেলে কোনো কার্যক্রমই এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবকিছু বিবেচনায় পরিচালনা পর্ষদ মনে করছে, এমন চলতে থাকলে দায়িত্বে থাকার কোনো মানে নেই।
বেবিচক সূত্রে জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচকের মোট পাওনা দাঁড়িয়েছে ৩৫৫ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকা। এর মধ্যে মূল বকেয়ার পরিমাণ ৫৬ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা। এ ছাড়া ভ্যাট ৫ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকা, আয়কর ২ লাখ ১২ হাজার ২০ টাকা এবং সারচার্জ ২৯২ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র এয়ারলাইনস ইউনাইটেড এয়ারওয়েজকে আবার চালু করতে ২০২১ সালে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়ে পুনর্গঠন করা নতুন পর্ষদ এয়ারলাইনসটিকে কার্যক্রমে ফিরিয়ে আনতে গত দুই বছরে নানা পদক্ষেপ নেয়। তবে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বকেয়া পাওনা পরিশোধ করতে না পারায় আলোর মুখ দেখছে না প্রক্রিয়াটি। উপরন্তু, বকেয়া আদায়ে এয়ারলাইনসটির বিরুদ্ধে চলমান মামলাগুলোও মোকাবিলা করতে হচ্ছে বর্তমান পর্ষদকে। এ অবস্থায় অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতির আগ্রহ প্রকাশ করে বিএসইসিকে চিঠি দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ।
বিএসইসি সূত্রে জানা গেছে, দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগ্রহ দেখিয়ে গত জুন মাসে চিঠি পাঠায় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দায়িত্ব পাওয়ার পরবর্তী দুই বছরে বার্ষিক সাধারণ সভা সম্পাদনসহ এয়ারলাইনসটিকে আবার চালু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি বেবিচকের পাওনা আনুমানিক ৩৫০ কোটি টাকা মওকুফের বিষয়টি চূড়ান্তভাবে নাকচ করা হয়েছে। এ অবস্থায় এয়ার অপারেটিং সার্টিফিকেট (এওসি) নবায়ন করা সম্ভব হবে না।
ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম নজরুল ইসলাম জানান, এয়ারলাইনসটিকে নতুন করে চালু করতে সবচেয়ে বড় বাধা বেবিচকের বিপুল পরিমাণের পাওনা ও চলতি মূলধনের সংকট। সে কারণে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া মওকুফের আবেদন করা হয়েছিল, যা অর্থ মন্ত্রণালয় নাকচ করেছে। এ অবস্থায় বকেয়া পরিশোধ ছাড়া বেবিচক থেকে এওসি পাওয়া যাবে না। আর এওসি না পেলে কোনো কার্যক্রমই এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবকিছু বিবেচনায় পরিচালনা পর্ষদ মনে করছে, এমন চলতে থাকলে দায়িত্বে থাকার কোনো মানে নেই।
বেবিচক সূত্রে জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচকের মোট পাওনা দাঁড়িয়েছে ৩৫৫ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকা। এর মধ্যে মূল বকেয়ার পরিমাণ ৫৬ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা। এ ছাড়া ভ্যাট ৫ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকা, আয়কর ২ লাখ ১২ হাজার ২০ টাকা এবং সারচার্জ ২৯২ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
৫ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১২ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে