এখন থেকে অর্থনীতি ও বিভিন্ন সামাজিক সূচকের সঠিক তথ্য সঠিক সময়ে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাড়িয়ে-কমিয়ে তথ্যের গরমিল বা এই তথ্য প্রকাশের কোনো সুযোগ রাখা হবে না। মূল্যস্ফীতি ও জিডিপির হালনাগাদ প্রকৃত তথ্যই এখন থেকে প্রকাশ পাবে। যথাযথ নীতি প্রণয়নের জন্য এই প্রকৃত তথ্য-উপাত্ত খুবই দরকার।
গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন আহমেদ এমন প্রতিশ্রুতি দেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার প্রথম কর্মদিবস।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যের শুদ্ধতা নিশ্চিতে পরিসংখ্যান ব্যুরো যাতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারে, তার জন্য বিবিএসের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও নজর রাখার কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
মূল্যস্ফীতিবিষয়ক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অস্বীকার করে লাভ নেই, খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে ১৪ শতাংশের ওপরে উঠে গেছে। যদিও গত কয়েক দিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্যের সরবরাহ চেইনে বিঘ্ন ঘটে। এই সরবরাহে বিঘ্ন ঘটলে দাম বেড়ে যায়। এ বাস্তবতায় সবার মতো অন্তর্বর্তী সরকারও মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। এর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মেগা প্রকল্পে অর্থছাড় বড় হয় উল্লেখ করে সালেহ উদ্দিন জানান, মেগা প্রকল্পের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে অন্তর্বর্তী সরকার আপাতত অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত প্রকল্প চালু রাখতে চায়। যে কারণে শুধু জরুরি প্রকল্প ব্যয়েই অর্থের জোগান দেওয়া হবে। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার তালিকা তৈরির বিষয়ে আলোচনা চলছে। মূলত কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি।
উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা দূর করতে হবে। এক রাস্তা একবার সিটি করপোরেশন খোঁড়ে, আবার ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ খোঁড়ে। এতে অর্থের অপচয় হয়; দুর্ভোগ বাড়ে মানুষের। দেখা যায়, একই বিষয়ে চারটি বিভাগ অর্থ ব্যয় করে; একই কাজ একাধিকবার করতে হয়। এসব বন্ধ করে কাজের মানোন্নয়ন করার পরামর্শ দেন তিনি।
এখন থেকে অর্থনীতি ও বিভিন্ন সামাজিক সূচকের সঠিক তথ্য সঠিক সময়ে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাড়িয়ে-কমিয়ে তথ্যের গরমিল বা এই তথ্য প্রকাশের কোনো সুযোগ রাখা হবে না। মূল্যস্ফীতি ও জিডিপির হালনাগাদ প্রকৃত তথ্যই এখন থেকে প্রকাশ পাবে। যথাযথ নীতি প্রণয়নের জন্য এই প্রকৃত তথ্য-উপাত্ত খুবই দরকার।
গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন আহমেদ এমন প্রতিশ্রুতি দেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার প্রথম কর্মদিবস।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যের শুদ্ধতা নিশ্চিতে পরিসংখ্যান ব্যুরো যাতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারে, তার জন্য বিবিএসের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও নজর রাখার কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
মূল্যস্ফীতিবিষয়ক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অস্বীকার করে লাভ নেই, খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে ১৪ শতাংশের ওপরে উঠে গেছে। যদিও গত কয়েক দিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্যের সরবরাহ চেইনে বিঘ্ন ঘটে। এই সরবরাহে বিঘ্ন ঘটলে দাম বেড়ে যায়। এ বাস্তবতায় সবার মতো অন্তর্বর্তী সরকারও মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। এর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মেগা প্রকল্পে অর্থছাড় বড় হয় উল্লেখ করে সালেহ উদ্দিন জানান, মেগা প্রকল্পের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে অন্তর্বর্তী সরকার আপাতত অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত প্রকল্প চালু রাখতে চায়। যে কারণে শুধু জরুরি প্রকল্প ব্যয়েই অর্থের জোগান দেওয়া হবে। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার তালিকা তৈরির বিষয়ে আলোচনা চলছে। মূলত কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি।
উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা দূর করতে হবে। এক রাস্তা একবার সিটি করপোরেশন খোঁড়ে, আবার ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ খোঁড়ে। এতে অর্থের অপচয় হয়; দুর্ভোগ বাড়ে মানুষের। দেখা যায়, একই বিষয়ে চারটি বিভাগ অর্থ ব্যয় করে; একই কাজ একাধিকবার করতে হয়। এসব বন্ধ করে কাজের মানোন্নয়ন করার পরামর্শ দেন তিনি।
বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। অথচ শেষ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি, অর্থাৎ বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৮৫ শতাংশ, যা ২০০৪-০৫ অর
৩ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা কিংবা লবণাক্ততা মোকাবিলায় দেশে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ছে। টেকসই উন্নয়ন ও সবুজ প্রবৃদ্ধিকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টেকসই ও সবুজ খাতে মোট ১,৭০৪ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছে।
৩ ঘণ্টা আগেদেশের রপ্তানি প্রবাহে আরও বড় হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ২০২৪-২৫ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। জাতীয় রপ্তানিতে সংস্থাটির একক অবদান দাঁড়িয়েছে ১৭.০৩ শতা
৩ ঘণ্টা আগেআইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকার অনিয়মের কারণে এক মাসের মধ্যে ৯০ কোটি টাকা জমা দিতে হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে। তা না হলে ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
১৪ ঘণ্টা আগে