Ajker Patrika

মজুত আছে তবু দাম বাড়ছে

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১: ২১
মজুত আছে তবু দাম বাড়ছে

দেশের বাজারে গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনি ৮ টাকা ও ভোজ্যতেল ৫ টাকা পর্যন্ত বেড়েছে। অথচ পণ্য দুটির কোনো সংকট নেই বাজারে। এমনকি চাহিদার তুলনায় আমদানিও বেশি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আমদানির চিত্রটি উঠে এসেছে। দাম বাড়ার পেছনে পাইকারি ব্যবসায়ীরা মিলমালিকদের দায়ী করছেন। মিলমালিকেরা আন্তর্জাতিক বাজারের দোহাই দিচ্ছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে চিনির চাহিদা রয়েছে ১৭-১৮ লাখ মেট্রিক টন। আর ২০২০-২১ অর্থবছরের জুন পর্যন্ত চিনি উৎপাদন হয়েছে ৬৯ হাজার ৫০০ টন। অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১৮ লাখ ৮৪ হাজার ৫৭২ মেট্রিক টন। একই সময়ে পরিশোধিত চিনি আমদানি হয়েছে ৩১ হাজার ৭৮২ টন।

এ ছাড়া দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ১৮-২০ লাখ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরের জুন পর্যন্ত দেশে উৎপাদন হয়েছে ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন। আর জুন পর্যন্ত পরিশোধিত-অপরিশোধিত ভোজ্যতেল আমদানি হয়েছে মোট ১৬ লাখ ২৫ হাজার ১৯০ টন। একই সময়ে দেশে সয়াবিন বীজ আমদানি হয়েছে ১০ লাখ ৯৪ হাজার ১৩৯ মেট্রিক টন।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ২০ আগস্ট আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন বিক্রি হয়েছে ১ হাজার ৩০২ ডলারে। এক মাস আগে ছিল ১ হাজার ১৩১ ডলার। অপরিশোধিত পাম তেলের দাম ২০ আগস্টে ছিল ১ হাজার ১৫০ ডলার এবং এক মাস আগে ছিল ১ হাজার ৩২ ডলার। অপরিশোধিত চিনি ছিল ৪৩৮ ডলার এবং এক মাস আগে ছিল ৩৯৬ ডলার।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী, চিনি পরিশোধনে ক্ষতি হচ্ছে ৬ দশমিক ২৫ শতাংশ এবং ভোজ্যতেলে ৪ দশমিক ৫ শতাংশ। অন্যান্য খরচ একেক মিলে একেক ধরনের বলে ট্যারিফ কমিশন জানায়।

বাজারে তেল-চিনির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি মিলমালিক বা আমদানিকারকদের দায়ী করছে। সমিতির সাংগঠনিক সম্পাদক হাজি আবুল হাসেম জানান, মিল থেকে তাঁরা যে দামে পণ্য পান, কিছু মুনাফা রেখে তা বিক্রি করেন। বাজারে খুচরা পর্যায়ের চেয়ে বেশি দামে চিনির দাম হাঁকাচ্ছেন মিলমালিকেরা। তাঁরা প্রতি কেজি চিনির দাম হাঁকাচ্ছেন ৮০ টাকা। অথচ খুচরা বাজারে বর্তমানে চিনি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়।

চিনি ও ভোজ্যতেলের অস্বাভাবিক দামের বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, আন্তর্জাতিক বাজারে যে দামে কেনা হচ্ছে, সে অনুযায়ী পরিশোধন করে তাঁরা বিক্রি করছেন। বাণিজ্য মন্ত্রণালয়ই প্রতি কেজি চিনির দাম ৮০ টাকা বলছে। এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার প্রতি কেজি চিনি খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা, এক সপ্তাহ আগে ছিল ৭৩-৭৫ টাকা এবং এক মাস আগে ছিল ৬৮-৭০ টাকা। দাম বেড়েছে ১২ দশমিক ৩২ শতাংশ। খোলা সয়াবিন তেলের দাম ৯ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। পাম তেলে বেড়েছে ১১ দশমিক ০৬ শতাংশ।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বেড়েছে। এরপরও বিষয়টা কঠোরভাবে মনিটর করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত