Ajker Patrika

বাজারে ‘নজরদারি বাড়াতে’ বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বাজারে ‘নজরদারি বাড়াতে’ বললেন প্রধানমন্ত্রী

দেশে এক যুগের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় সকলকে ব্যয়ে সংযমী হতে এবং সংশ্লিষ্টদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল, সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে নেমেছে। একনেক সভায় আমরা প্রধানমন্ত্রীর কাছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রী আগে থেকে এসব বিষয়ে অবগত। নিত্য পণ্যের বাজার যেন আর চড়া না হয়, সে জন্য বাজারে নজরদারি জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী।’

‘এটা নির্বাহীভাবে করা যায়, অথবা পলিসিতেও করা যায়। কেউ যেন কোথাও বেশি মজুতদারি না করতে পারে সেদিকেও নজর দিতে হবে। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী সকলকে সঞ্চয়ের পরামর্শও দিয়েছেন; প্রকল্পের ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে বলেছেন।’

পরিকল্পনা কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যাচাই-বাছাইয়ের পর যেন প্রকল্প অনুমোদন দেয়া হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে মন্ত্রী জানান। 

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ‘বাজারে নজরদারি জোরালো’ মন্তব্য করে মান্নান বলেন, খাদ্য সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। কৃষির উপর আরো জোর দিতে হবে। যেখানে যত অনাবাদি জমি আছে, সব জায়গায় কৃষি উৎপাদন করতে হবে। বৈদ্যুতিক উপকরণ, বীজ, সার-পানি-কীটনাশক এসব সরবরাহ বাড়ানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত