Ajker Patrika

সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা 

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১১ জুন ২০২৩, ১৩: ০৬
Thumbnail image

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

বাণিজ্যসচিব বলেন, কোরবানি ঈদ সামনে রেখে তেলের দাম লিটারে ১০ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমানো হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। ১০ টাকা কমিয়ে সেটি ১৮৯ টাকা করা হয়েছে। খোলা তেলের দামও কমে ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের লিটার ১৩৫ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত