Ajker Patrika

এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে প্রতিবন্ধকতা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। আজ বৃহস্পতিবার দুপুরে জেনেভা থেকে ওয়েব প্ল্যাটফর্মে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আঙ্কটাড ও আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর বিভাগের পরিচালক পল আকিউমি।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশ কীভাবে আঙ্কটাডের সহায়তা পাবে জানতে চাইলে পল আকিউমি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়ে গেলেই কাজ সব শেষ হয়ে যাচ্ছে না। এটি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ একটি মাইলফলক। এর পর বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে। আর এ নিয়ে একটি সঠিক পরিকল্পনাও লাগবে। কারণ, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর তা ধরে রাখা একটি বড় প্রতিবন্ধকতা হবে। ইতিমধ্যে জাতিসংঘ সদর দপ্তরে ও ওইসিডিভুক্ত দেশগুলোর সঙ্গে এ নিয়ে আঙ্কটাড আলোচনা চালিয়ে আসছে। বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য নীতিগত সহায়তা নিয়ে পাশে থাকবে আঙ্কটাড।

বাংলাদেশের বর্তমান অর্থনীতি ও সামনের দিনগুলোর প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন করলে পল আকিউমি বলেন, বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে বড় প্রতিবন্ধকতা হচ্ছে, বাংলাদেশ যখন উত্তরণ করবে, তখন শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। ফলে সে সময়টি মোকাবিলার জন্য বাংলাদেশকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতি অভাবনীয় পূর্ণ ভালো করেছে। বিশ্বের দেশগুলো এ বিষয়ে বেশ ভালো করেই জানে। বিশেষ করে টেক্সটাইলে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আঙ্কটাডের ভারপ্রাপ্ত মহাসচিব ইসাবেলা ডুরান্ট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে টিকাসহ চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে মেধাস্বত্ব ছাড় দেওয়ার ক্ষেত্রে আঙ্কটাডের করণীয় নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাধীন। আঙ্কটাড শুধু নীতিগত সহায়তা দিয়ে থাকে। তবে আমি বলব এ সময়ে মেধাস্বত্বের ক্ষেত্রে ছাড় পাওয়া উচিত। বিশ্বের ভবিষ্যৎ মহামারি আগে থেকে অনুমান করে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্যও মেধাস্বত্ব ছাড় জরুরি। তবে এখানে দেখতে হবে দেশগুলোর সেই পরিমাণ বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত