মো. লুৎফর রহমান, সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সাটুরিয়ার তাঁতপল্লিতে ঈদ সামনে রেখে কর্মব্যস্ততা তুঙ্গে। খুটখাট আওয়াজে মুখরিত তাঁতপল্লি যেন এক অনবরত সুরেলা ছন্দ তুলেছে। চলছে পবিত্র মাহে রমজান, এরপরই ঈদ এবং বাঙালির পয়লা বৈশাখের উৎসব। তাঁতমালিকেরা বাহারি ডিজাইনের শাড়ির অর্ডার পাচ্ছেন, আর তাঁতশ্রমিকেরা দিন-রাত ব্যস্ত সেই অর্ডার পূরণে। এক মাসের কঠোর পরিশ্রমেই যেন তাঁরা পরিবারের চাহিদা মেটানোর স্বপ্ন বুনে চলেছেন। তাঁত ব্যবসায়ীরা এবার ঈদ ও পয়লা বৈশাখের পাইকারি ও খুচরা বাজারে ভালো বিক্রি করতে চান, অতীতের লোকসান কাটিয়ে উঠতে চান। তাই সাটুরিয়ার বিভিন্ন তাঁত কারখানায় এখন প্রাণচাঞ্চল্য।
সরেজমিনে গত সোমবার উপজেলার হামজা, সাভার, আগ সাভার, চাচিতারা, জালশুকা ও নতুন ভোয়া এলাকায় ঘুরে দেখা যায়, তাঁতপল্লিগুলো খুটখাট আওয়াজে মুখরিত। কেউ হাতে বুনছেন, কেউবা বিদ্যুৎ-চালিত তাঁতে শাড়ির সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তুলছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। ঈদের বাজার ধরতে অনেকেই অগ্রিম বাহারি ডিজাইনের কাপড় তৈরি করে রেখেছেন, যাতে ভালো দামে বিক্রি করা যায়।
সাভার গ্রামের তাঁতমালিক রজ্জব আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘অন্য কোনো কাজ না থাকায় লোকসানের মধ্যেও পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখেছি। ঈদ উপলক্ষে কিছু শাড়ির অর্ডার পেয়েছি, যা বিক্রি করে কিছু লাভের মুখ দেখার আশা করছি।’
তবে তাঁত ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জও কম নয়। চাচিতারা গ্রামের তাঁতমালিক পলান বেপারী বলেন, ‘আগের মতো তেমন শাড়ি বিক্রি হয় না, তবে ঈদ এলেই কিছু অর্ডার পাই। সুতা, রং এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লাভের মুখ তেমন দেখা যায় না। কোনো রকমে টিকে আছি।’
শ্রমিকের অবস্থাও তেমন ভালো নয়। কাউয়াখেলা গ্রামের তাঁতশ্রমিক কাশেম (৫৪) বলেন, ‘আমার দুই ছেলে, এক মেয়ে। পাঁচজনের সংসার। ঈদের আগে ব্যস্ততা বাড়ে, তখন যা মজুরি পাই, তা দিয়েই কোনো রকমে ছেলেমেয়ের পড়াশোনা আর সংসার চলে।’
বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আবদুল হাই জানান, ‘উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তাঁতি সম্প্রদায় আমাদের বরাইদ ইউনিয়নে। এখনো শতাধিক তাঁতি এ পেশায় নিয়োজিত। তাঁদের তৈরি শাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়, এমনকি বিদেশেও রপ্তানি হয়। কিন্তু রং, সুতা এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় অনেকে তাঁদের তাঁত বন্ধ করে দিচ্ছেন। তাঁতশিল্প ধ্বংসের পথে। সরকার যদি কাঁচামালের দাম নিয়ন্ত্রণে রেখে খাতটির প্রয়োজনীয় নীতিসহায়তা বাড়ায়, তাহলে ঐতিহ্যবাহী এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে।’
ঈদ আর বৈশাখের বাজার ঘিরে তাঁতশিল্পে আশার আলো দেখা দিলেও টিকে থাকার লড়াই কঠিন। সরকার ও নীতিনির্ধারকদের পরিকল্পিত সহায়তা ছাড়া এই ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হবে। তাঁতিদের শ্রম যেন বিফলে না যায়, সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
মানিকগঞ্জের সাটুরিয়ার তাঁতপল্লিতে ঈদ সামনে রেখে কর্মব্যস্ততা তুঙ্গে। খুটখাট আওয়াজে মুখরিত তাঁতপল্লি যেন এক অনবরত সুরেলা ছন্দ তুলেছে। চলছে পবিত্র মাহে রমজান, এরপরই ঈদ এবং বাঙালির পয়লা বৈশাখের উৎসব। তাঁতমালিকেরা বাহারি ডিজাইনের শাড়ির অর্ডার পাচ্ছেন, আর তাঁতশ্রমিকেরা দিন-রাত ব্যস্ত সেই অর্ডার পূরণে। এক মাসের কঠোর পরিশ্রমেই যেন তাঁরা পরিবারের চাহিদা মেটানোর স্বপ্ন বুনে চলেছেন। তাঁত ব্যবসায়ীরা এবার ঈদ ও পয়লা বৈশাখের পাইকারি ও খুচরা বাজারে ভালো বিক্রি করতে চান, অতীতের লোকসান কাটিয়ে উঠতে চান। তাই সাটুরিয়ার বিভিন্ন তাঁত কারখানায় এখন প্রাণচাঞ্চল্য।
সরেজমিনে গত সোমবার উপজেলার হামজা, সাভার, আগ সাভার, চাচিতারা, জালশুকা ও নতুন ভোয়া এলাকায় ঘুরে দেখা যায়, তাঁতপল্লিগুলো খুটখাট আওয়াজে মুখরিত। কেউ হাতে বুনছেন, কেউবা বিদ্যুৎ-চালিত তাঁতে শাড়ির সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তুলছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। ঈদের বাজার ধরতে অনেকেই অগ্রিম বাহারি ডিজাইনের কাপড় তৈরি করে রেখেছেন, যাতে ভালো দামে বিক্রি করা যায়।
সাভার গ্রামের তাঁতমালিক রজ্জব আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘অন্য কোনো কাজ না থাকায় লোকসানের মধ্যেও পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখেছি। ঈদ উপলক্ষে কিছু শাড়ির অর্ডার পেয়েছি, যা বিক্রি করে কিছু লাভের মুখ দেখার আশা করছি।’
তবে তাঁত ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জও কম নয়। চাচিতারা গ্রামের তাঁতমালিক পলান বেপারী বলেন, ‘আগের মতো তেমন শাড়ি বিক্রি হয় না, তবে ঈদ এলেই কিছু অর্ডার পাই। সুতা, রং এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লাভের মুখ তেমন দেখা যায় না। কোনো রকমে টিকে আছি।’
শ্রমিকের অবস্থাও তেমন ভালো নয়। কাউয়াখেলা গ্রামের তাঁতশ্রমিক কাশেম (৫৪) বলেন, ‘আমার দুই ছেলে, এক মেয়ে। পাঁচজনের সংসার। ঈদের আগে ব্যস্ততা বাড়ে, তখন যা মজুরি পাই, তা দিয়েই কোনো রকমে ছেলেমেয়ের পড়াশোনা আর সংসার চলে।’
বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আবদুল হাই জানান, ‘উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তাঁতি সম্প্রদায় আমাদের বরাইদ ইউনিয়নে। এখনো শতাধিক তাঁতি এ পেশায় নিয়োজিত। তাঁদের তৈরি শাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়, এমনকি বিদেশেও রপ্তানি হয়। কিন্তু রং, সুতা এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় অনেকে তাঁদের তাঁত বন্ধ করে দিচ্ছেন। তাঁতশিল্প ধ্বংসের পথে। সরকার যদি কাঁচামালের দাম নিয়ন্ত্রণে রেখে খাতটির প্রয়োজনীয় নীতিসহায়তা বাড়ায়, তাহলে ঐতিহ্যবাহী এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে।’
ঈদ আর বৈশাখের বাজার ঘিরে তাঁতশিল্পে আশার আলো দেখা দিলেও টিকে থাকার লড়াই কঠিন। সরকার ও নীতিনির্ধারকদের পরিকল্পিত সহায়তা ছাড়া এই ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হবে। তাঁতিদের শ্রম যেন বিফলে না যায়, সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
বিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
৩ ঘণ্টা আগেচীন থেকে তুরস্ক হয়ে ইউরোপ— এই রেলপথে নিয়মিত মালবাহী ট্রেনের ঐতিহাসিক চলাচল শুরু হলো। গত ৯ জুলাই চীনের চংকিং ও চেংদু শহর থেকে ২,০০০ টন কার্গোবোঝাই দুটি ট্রেন রওনা দিয়েছে। ‘মিডল করিডর’ নামে পরিচিত মধ্য এশিয়া, কাস্পিয়ান সাগর ও তুরস্ক পেরিয়ে ইউরোপমুখী এই রুট পূর্ব এশিয়া থেকে ইউরোপের মধ্যে বিকল্প
৭ ঘণ্টা আগেবিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। নতুন বিপণন মৌসুমে (১ জুলাই থেকে শুরু) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে।
১১ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল গ্রাফাইটের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছে। এর ফলে, যুক্তরাষ্ট্রে ইভি তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগে