Ajker Patrika

সার আমদানির ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ফাইল ছবি

অন্যতম কৃষি উপকরণ সারের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সার আমদানির ঋণপত্র খুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে সার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে সার আমদানি ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

বিআরপিডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘কোনো ব্যাংকে ডলার-সংকট থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে আগে সারের ঋণপত্র খুলতে হবে। তা ছাড়া সার আমদানিতে মার্জিন শূন্য রাখতে হবে। এই সার্কুলারের মাধ্যমে সার আমদানিতে অগ্রাধিকার দেওয়া হলো। আগেও সারের ক্ষেত্রে মার্জিন নির্ধারণ করা ছিল না। তবে সার সরবরাহ অব্যাহত থাকলে তা কৃষি উৎপাদনের জন্য ভালো, তাতে উৎপাদন বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত