নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুৎ খাতকে যদি জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বের করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায়, তবে ২০৩০ সাল নাগাদ দেশে এই খাতে নতুন করে আরও ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। জ্বালানি খাতে রূপান্তরের ফলে কর্মসংস্থান কমার চেয়ে সৃষ্টি হবে বেশি। গতকাল রাজধানীর ব্র্যাক ইনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জ্বালানি রূপান্তর: কর্মসংস্থান এবং দক্ষতা’ শীর্ষক সংলাপে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এই আশার কথা জানান।
গোলাম মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে ভবিষ্যতে গ্রিড ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দক্ষতায় সমৃদ্ধ কর্মসংস্থান প্রয়োজন। জ্বালানি রূপান্তরের ফলে ২০৩০ সাল নাগাদ ৯ হাজার কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। তবে পরিষ্কার জ্বালানি ব্যবহারে যদি সরকারের নীতিনির্ধারকেরা অধিক গুরুত্ব দেন, তাহলে কর্মসংস্থান প্রায় চার গুণ বেড়ে ৩৭ হাজার হবে।
দেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে ৯৫ শতাংশ জ্বালানি আসছে জীবাশ্ম জ্বালানি থেকে। জ্বালানি খাতের অবকাঠামো, কর্মসংস্থান, প্রতিষ্ঠানগুলো ফসিল ফুয়েলনির্ভর। উন্নত ও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভিন্ন। তারা ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বব্যাপী ১০ দশমিক ৭ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২০২১ সালে।
জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘আমাদের এখন বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি। এই উৎপাদন সক্ষমতার অধিকাংশ জীবাশ্ম জ্বালানি থেকে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে অনেক বেশি দেরি করে ফেলেছে।’
বিদ্যুৎ খাতকে যদি জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বের করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায়, তবে ২০৩০ সাল নাগাদ দেশে এই খাতে নতুন করে আরও ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। জ্বালানি খাতে রূপান্তরের ফলে কর্মসংস্থান কমার চেয়ে সৃষ্টি হবে বেশি। গতকাল রাজধানীর ব্র্যাক ইনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জ্বালানি রূপান্তর: কর্মসংস্থান এবং দক্ষতা’ শীর্ষক সংলাপে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এই আশার কথা জানান।
গোলাম মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে ভবিষ্যতে গ্রিড ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দক্ষতায় সমৃদ্ধ কর্মসংস্থান প্রয়োজন। জ্বালানি রূপান্তরের ফলে ২০৩০ সাল নাগাদ ৯ হাজার কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। তবে পরিষ্কার জ্বালানি ব্যবহারে যদি সরকারের নীতিনির্ধারকেরা অধিক গুরুত্ব দেন, তাহলে কর্মসংস্থান প্রায় চার গুণ বেড়ে ৩৭ হাজার হবে।
দেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে ৯৫ শতাংশ জ্বালানি আসছে জীবাশ্ম জ্বালানি থেকে। জ্বালানি খাতের অবকাঠামো, কর্মসংস্থান, প্রতিষ্ঠানগুলো ফসিল ফুয়েলনির্ভর। উন্নত ও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভিন্ন। তারা ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বব্যাপী ১০ দশমিক ৭ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২০২১ সালে।
জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘আমাদের এখন বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি। এই উৎপাদন সক্ষমতার অধিকাংশ জীবাশ্ম জ্বালানি থেকে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে অনেক বেশি দেরি করে ফেলেছে।’
৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘবে সমঝোতা চুক্তি করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে।
১০ ঘণ্টা আগেজীবনের নিরাপত্তা নিশ্চিতে মানুষ যখন জীবনবিমা করেন, তখন তাঁদের প্রত্যাশা থাকে, দুঃসময়ে একটি আশ্রয় মিলবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সেই আশ্রয় বানিয়ে রাখা ছাদই ভেঙে পড়ছে। প্রতিবছর লাখ লাখ জীবনবিমা পলিসি বাতিল বা তামাদি হয়ে যাচ্ছে শুধু সময়মতো প্রিমিয়াম না দেওয়ার কারণে।
১০ ঘণ্টা আগেঅনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার ফলে এবার টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। বাজারে ছড়িয়ে পড়েছে সুস্বাদু ক্যালেন্ডার জাতের আনারস। প্রতিদিন জলছত্র কৃষি মার্কেট, গারোবাজার, মোটেরবাজারসহ বিভিন্ন স্থান থেকে দেশের নানা প্রান্তে যাচ্ছে প্রায় ৩ কোটি টাকার আনারস।
১০ ঘণ্টা আগেবিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
১৫ ঘণ্টা আগে