Ajker Patrika

শ্রমিকেরা ন্যূনতম মজুরি চান ২০ হাজার, মালিকেরা রাজি অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৫: ৪৭
শ্রমিকেরা ন্যূনতম মজুরি চান ২০ হাজার, মালিকেরা রাজি অর্ধেকে

তৈরি পোশাক খাতের কর্মীদের ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। বর্তমানে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা। তবে এ খাতের মালিক প্রতিনিধিরা ২ হাজার ৪০০ টাকা বাড়ানোর পক্ষে। এটা হলে ন্যূনতম মজুরি হবে ১০ হাজার ৪০০ টাকা। গতকাল নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে উভয় পক্ষ। শ্রমিকপক্ষে সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম রনি ও মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান পৃথক পৃথকভাবে মজুরি বাড়ানোর প্রস্তাব জমা দেন। প্রস্তাবগুলো গ্রহণ করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

প্রস্তাব গ্রহণ করে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, শ্রমিকপক্ষের প্রস্তাব ২০ হাজারের বেশি আর মালিকপক্ষ দিতে চায় ১০ হাজার টাকা।

নিজেদের মধ্যেই ব্যবধান অনেক। উভয় পক্ষকেই এ ব্যবধান কমিয়ে আনতে বলেন তিনি। এ সময় বোর্ডের পক্ষ থেকে উভয় পক্ষকে আরও সাত দিন সময় দেন। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবের বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবে সব সময় কিছুটা পার্থক্য থাকে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ নানান প্রেক্ষাপট সামনে রেখে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত