Ajker Patrika

যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ পাঁচ দেশে যাচ্ছে ১৩ টন আম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আম রপ্তানি উদ্বোধন করেছেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
আম রপ্তানি উদ্বোধন করেছেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানিসহ পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি করা হচ্ছে। আজ বুধবার (২৮ মে) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পাঁচ দেশে আম রপ্তানি উদ্বোধন করেছেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনে আম রপ্তানি করা হয়েছে।

অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, বিদেশে বাংলাদেশের আমের বিপুল চাহিদা রয়েছে। তাই আমের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে আম উৎপাদন করা হচ্ছে। আম চাষিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি প্রণোদনা দেওয়া হবে। স্বল্প মূল্যে হর্টিকালচার সেন্টার হতে কৃষকেরা উন্নত জাতের আমের চারা পাবেন।

প্রণোদনার মাধ্যমে হর্টিকালচার সেন্টারে আমের চারা উৎপাদন বাড়াতে নির্দেশ দেন উপদেষ্টা।

কৃষকদের স্বার্থ রক্ষা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবারই কথা বলার জায়গা আছে, কিন্তু কৃষক ভাইদের কথা বলার কোনো জায়গা নেই। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায়।

দেশে কৃষি জমির পরিমাণ কমলেও গবেষণা প্রতিষ্ঠানের কাজের কারণে বিভিন্ন ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আম চাষের ক্ষেত্রেও বিদ্যমান বাগানে কীভাবে ফলন বাড়ানো যায় সে প্রযুক্তি ও জাত উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে জোর দিতে হবে।

অনুষ্ঠানে আম চাষি ও রপ্তানিকারকেরা বাগানে আমের ব্যাগিং-প্যাকিং, পরিবহন ও প্রণোদনাসহ বিভিন্ন সমস্যার কথা জানালে উপদেষ্টা বিষয়গুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজকে পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি করা হয়েছে। এর আগে গত ১৫ মে থেকে ২১ দেশে ১৬৫ টন আম রপ্তানি করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত গোপালভোগ ও হিমসাগর আম রপ্তানি হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

আলিপুরদুয়ার থেকে মোদির ‘মিশন বেঙ্গল’, নজর বাংলাদেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত