Ajker Patrika

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটিতে এবার বাইরের বিশেষজ্ঞও রাখবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২২: ১৭
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটিতে এবার বাইরের বিশেষজ্ঞও রাখবে বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইএমএফের পরামর্শে ৭ সদস্য বিশিষ্ট মনিটারি পলিসি (মুদ্রানীতি) কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরসহ চারজন ও বাইরের তিনজন নিয়ে মোট সাত সদস্যের কমিটি হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই কমিটির সভাপতি থাকবেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বাকি তিনজন সদস্য হবেন—চিফ ইকোনমিস্ট, মনিটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও মনিটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।

কেন্দ্রীয় ব্যাংকের বাইরে বাকি তিনজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ও দেশের একজন সুপরিচিত অর্থনীতিবিদ।

এর আগের কমিটি ৪ সদস্যবিশিষ্ট এবং অনানুষ্ঠানিক হলেও এবার মূল্যস্ফীতি বিবেচনায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে।

এ কমিটির লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে ৮ শতাংশের নিচে নামিয়ে আনা। গত মার্চ থেকে সাধারণ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের ওপরে রয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৬৩ হলেও তা সহনীয় মাত্রার বেশি।

জানা যায়, এই নতুন কমিটিই আগামী জানুয়ারি–জুন সময়ের মুদ্রানীতি প্রণয়ন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত