নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো হলে বাংলাদেশে তৈরি পোশাকের কোনো ক্রেতা পাওয়া যাবে না। কারখানা বন্ধ হয়ে যাবে। এখন শ্রমিকেরা যে খেয়ে পরে আছে, ওই পরিমাণ মজুরি বাড়ালে তাঁরা সেটিও আর পাবেন না।
জাতিসংঘের অতি দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভিয়ের ডি শ্যুটারের সাম্প্রতিক এক বক্তব্যের এমন প্রতিক্রিয়া দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গত ৩০ মে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অলিভিয়ের ডি শ্যুটার বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা শ্রমিকদের মজুরি কমিয়ে রাখার মধ্যে থাকতে পারে না।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের মিলনায়তনে আজ শুক্রবার প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ।
সংবাদ সম্মেলনে আজকের পত্রিকার পক্ষ থেকে অলিভিয়ের ডি শ্যুটারের ওই মন্তব্যের বিষয়ে বিজিএমইএ সভাপতির কাছে জানতে চাওয়া হয়।
তিনি বলেন, ‘ইনি (অলিভিয়ের ডি শ্যুটার) কি জানেন না যে, কালকে শ্রমিকদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার করে দিলে পরের দিন আমি (পোশাক খাত) আর অর্ডার পাব না। তৈরি পোশাক কারকানা বন্ধ হয়ে যাবে। এখন যে ৮ হাজার টাকা পাচ্ছে, সেই টাকাটাও শ্রমিকেরা পাবে না। এখন তো খেতে পায় কিছু, তখন তো কোনো খাবারই পাবে না।’
বিবিসি বাংলার সঙ্গে ওই সাক্ষাৎকারে অলিভিয়ের ডি শ্যুটার আরও বলেন, ‘তৈরি পোশাক খাতে শ্রমিকেরা এখন যে ৮ হাজার টাকা বেতন পান, সেটি তাঁদের ন্যায্য বেতনের এক–তৃতীয়াংশ। বাংলাদেশের তৈরি পোশাক বিদেশি ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে রাখার জন্য শ্রমিকদের মজুরি কমিয়ে রাখা হয়। এই বেতন দিয়ে শ্রমিকদের পক্ষে ন্যূনতম সম্মানজনক জীবন নির্বাহ করা সম্ভব না। তৈরি পোশাক খাতে ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা শ্রমিকদের মজুরি কমিয়ে রাখার মধ্যে থাকতে পারে না।’
এই ব্যাপারে জানতে চাইলে ফারুক হাসান বলেন, ‘আমি জানি উনি (অলিভিয়ের ডি শ্যুটার) অনেক কথা বলে গেছে। অনেক প্রেসক্রিপশন দিয়ে গেছে। আমি একটা কথা বলি, স্টেডিয়ামে বসে অনেক কথা বলা যায়...এই ভাবে মারলে গোল হতো...চার হতো...করলে ক্যাচটা ধরতে পারত। কিন্তু মাঠে যে খেলছে সে জানে ক্যাচটা কেন ধরতে পারেনি। কষ্টটা কোথায় ছিল বা আউট করতে পারে নাই কেন। ছয় মারতে পারে নাই কেন।’
ফারুক হাসান বলেন, ‘তৈরি পোশাক খাত নিয়ে আমরা কাজ করছি। আমরা জানি কী করতে হবে। তাঁদের অনেক প্ল্যাটফর্মে আমি কথা বলেছি। তোমরা ফেয়ার ওয়েজের কথা বলো, কিন্তু এথিক্যাল সোর্সিংয়ের কথা কেন বল না? তোমরা (তৈরি পোশাকের) ফেয়ার প্রাইসের কথা বলো না কেন? এথিক্যাল প্রাইসের কথা বলা না কেন? ওনারা আমাদের খাওয়ায়ে দেবে না, পরিয়েও দেবে না।’
পরে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমালোচনা করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু কি সমাধান করতে পেরেছে? কয়জনকে ফেরত পাঠাতে পেরেছে? কয় বছর হলো? তারা চায়, রোহিঙ্গারা এখানে থাকুক। তাদের জন্য ফান্ড আসবে সেখান থেকে...আমি আর বলতে চাই না এই ব্যাপারে।’
বিকল্প কর্মসংস্থা না থাকার কারণে শ্রমিকেরা কম মজুরিতে তৈরি পোশাক কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছে—অলিভিয়ের ডি শ্যুটারের এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা যেই জিনিসটা বলতে চাই, আমাদের যে শ্রমিকেরা আছে তারা এই দেশের মানুষ। আমরা চেষ্টা করছি, করে যাচ্ছি তাদের মজুরি বাড়াতে। আমাদের দেশে চায়নার মতো ফোর্সড লেবার নেই।’
তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো হলে বাংলাদেশে তৈরি পোশাকের কোনো ক্রেতা পাওয়া যাবে না। কারখানা বন্ধ হয়ে যাবে। এখন শ্রমিকেরা যে খেয়ে পরে আছে, ওই পরিমাণ মজুরি বাড়ালে তাঁরা সেটিও আর পাবেন না।
জাতিসংঘের অতি দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভিয়ের ডি শ্যুটারের সাম্প্রতিক এক বক্তব্যের এমন প্রতিক্রিয়া দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গত ৩০ মে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অলিভিয়ের ডি শ্যুটার বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা শ্রমিকদের মজুরি কমিয়ে রাখার মধ্যে থাকতে পারে না।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের মিলনায়তনে আজ শুক্রবার প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ।
সংবাদ সম্মেলনে আজকের পত্রিকার পক্ষ থেকে অলিভিয়ের ডি শ্যুটারের ওই মন্তব্যের বিষয়ে বিজিএমইএ সভাপতির কাছে জানতে চাওয়া হয়।
তিনি বলেন, ‘ইনি (অলিভিয়ের ডি শ্যুটার) কি জানেন না যে, কালকে শ্রমিকদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার করে দিলে পরের দিন আমি (পোশাক খাত) আর অর্ডার পাব না। তৈরি পোশাক কারকানা বন্ধ হয়ে যাবে। এখন যে ৮ হাজার টাকা পাচ্ছে, সেই টাকাটাও শ্রমিকেরা পাবে না। এখন তো খেতে পায় কিছু, তখন তো কোনো খাবারই পাবে না।’
বিবিসি বাংলার সঙ্গে ওই সাক্ষাৎকারে অলিভিয়ের ডি শ্যুটার আরও বলেন, ‘তৈরি পোশাক খাতে শ্রমিকেরা এখন যে ৮ হাজার টাকা বেতন পান, সেটি তাঁদের ন্যায্য বেতনের এক–তৃতীয়াংশ। বাংলাদেশের তৈরি পোশাক বিদেশি ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে রাখার জন্য শ্রমিকদের মজুরি কমিয়ে রাখা হয়। এই বেতন দিয়ে শ্রমিকদের পক্ষে ন্যূনতম সম্মানজনক জীবন নির্বাহ করা সম্ভব না। তৈরি পোশাক খাতে ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা শ্রমিকদের মজুরি কমিয়ে রাখার মধ্যে থাকতে পারে না।’
এই ব্যাপারে জানতে চাইলে ফারুক হাসান বলেন, ‘আমি জানি উনি (অলিভিয়ের ডি শ্যুটার) অনেক কথা বলে গেছে। অনেক প্রেসক্রিপশন দিয়ে গেছে। আমি একটা কথা বলি, স্টেডিয়ামে বসে অনেক কথা বলা যায়...এই ভাবে মারলে গোল হতো...চার হতো...করলে ক্যাচটা ধরতে পারত। কিন্তু মাঠে যে খেলছে সে জানে ক্যাচটা কেন ধরতে পারেনি। কষ্টটা কোথায় ছিল বা আউট করতে পারে নাই কেন। ছয় মারতে পারে নাই কেন।’
ফারুক হাসান বলেন, ‘তৈরি পোশাক খাত নিয়ে আমরা কাজ করছি। আমরা জানি কী করতে হবে। তাঁদের অনেক প্ল্যাটফর্মে আমি কথা বলেছি। তোমরা ফেয়ার ওয়েজের কথা বলো, কিন্তু এথিক্যাল সোর্সিংয়ের কথা কেন বল না? তোমরা (তৈরি পোশাকের) ফেয়ার প্রাইসের কথা বলো না কেন? এথিক্যাল প্রাইসের কথা বলা না কেন? ওনারা আমাদের খাওয়ায়ে দেবে না, পরিয়েও দেবে না।’
পরে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমালোচনা করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু কি সমাধান করতে পেরেছে? কয়জনকে ফেরত পাঠাতে পেরেছে? কয় বছর হলো? তারা চায়, রোহিঙ্গারা এখানে থাকুক। তাদের জন্য ফান্ড আসবে সেখান থেকে...আমি আর বলতে চাই না এই ব্যাপারে।’
বিকল্প কর্মসংস্থা না থাকার কারণে শ্রমিকেরা কম মজুরিতে তৈরি পোশাক কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছে—অলিভিয়ের ডি শ্যুটারের এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা যেই জিনিসটা বলতে চাই, আমাদের যে শ্রমিকেরা আছে তারা এই দেশের মানুষ। আমরা চেষ্টা করছি, করে যাচ্ছি তাদের মজুরি বাড়াতে। আমাদের দেশে চায়নার মতো ফোর্সড লেবার নেই।’
বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। অথচ শেষ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি, অর্থাৎ বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৮৫ শতাংশ, যা ২০০৪-০৫ অর
২ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা কিংবা লবণাক্ততা মোকাবিলায় দেশে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ছে। টেকসই উন্নয়ন ও সবুজ প্রবৃদ্ধিকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টেকসই ও সবুজ খাতে মোট ১,৭০৪ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছে।
২ ঘণ্টা আগেদেশের রপ্তানি প্রবাহে আরও বড় হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ২০২৪-২৫ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। জাতীয় রপ্তানিতে সংস্থাটির একক অবদান দাঁড়িয়েছে ১৭.০৩ শতা
২ ঘণ্টা আগেআইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকার অনিয়মের কারণে এক মাসের মধ্যে ৯০ কোটি টাকা জমা দিতে হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে। তা না হলে ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
১৪ ঘণ্টা আগে