নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধির নানা কৌশল অবলম্বন করা হলেও তা কাজে দিচ্ছে না। যার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৩ হাজার ৮০৩ কোটি টাকা ঘাটতিতে পড়েছে আয়কর বিভাগ। কাস্টমস ও মূল্য সংযোজন করের (মূসক) বা ভ্যাটের হিসেব যোগ করলে এই পরিমাণ আরও বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজস্ব বোর্ড সূত্র জানায়, অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৯৯৮ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর বিভাগ আদায় করতে পেরেছে ২৩ হাজার ১৯৫ কোটি টাকা। যদিও আয়কর বিভাগের কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শেষদিকে আয়কর আদায় বাড়বে। অর্থবছর শেষে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবেন বলে আশাবাদী তারা।
তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভুল কৌশলে আয়কর আদায় বৃদ্ধির পরিকল্পনার খেসারত দিতে হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) পাঠানো এনবিআরের রূপরেখায় জানানো হয়েছিল, গত অর্থবছরের তুলনায় আয়কর বিভাগের নিয়মিত প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫৯ শতাংশ যোগ করলে অতিরিক্ত আদায় করতে হবে ৯ হাজার ১০০ কোটি টাকা।
কৌশলপত্রে দেখা যায়, ভূমি রেজিস্ট্রেশন থেকে ৩ হাজার কোটি টাকা, ভ্রমণকর খাত থেকে ৫০০ কোটি টাকা, টোব্যাকো কর থেকে ৩০০ কোটি টাকা, পরিবেশ সারচার্জ থেকে ৫০০ কোটি টাকা, করের পরিধি বৃদ্ধির মাধ্যমে ২৫০ কোটি টাকা, কার্বোনেটেড বেভারেজ থেকে ১ হাজার কোটি টাকা ও বকেয়া কর আদায়ের মাধ্যমে ৩ হাজার ৫৫০ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছিল আয়কর বিভাগ।
তবে ভূমি রেজিস্ট্রেশন ও কার্বোনেটেড বেভারেজের ওপর করহার কমালেও কর আদায়ের পরিমাণ একই রাখতে চায় এনবিআর। অথচ করহার কমানোয় স্বাভাবিকভাবেই এই দুই খাতে কর আদায় কমার কথা। বাস্তবেও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম আয়কর আদায় হয়েছে।
জানা গেছে, আইএমএফ পর্যায়ক্রমে পরোক্ষ কর আদায়ের চেয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি মনযোগ দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই বিষয়টির চর্চা হয়ে আসলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখনো ভ্যাটের ওপরই ভর করে রাজস্ব আদায় করা হচ্ছে।
আইএমএফের দেওয়া লক্ষ্য অনুযায়ী, চলতি অর্থবছরে আয়কর খাত থেকে ১ লাখ ৩৭ হাজার ৮০০ কোটি টাকা আদায় করতে হবে। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে এ খাতের লক্ষ্য ১ লাখ ৬২ হাজার ৭০০ কোটি টাকা আদায় করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আদায় করতে হবে ১ লাখ ৯৫ হাজার ২০০ কোটি টাকা। অথচ চলতি অর্থবছরে প্রথম তিন মাসের তথ্য অনুযায়ী, রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮০৩ কোটি পিছিয়ে খাতটি।
প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধির নানা কৌশল অবলম্বন করা হলেও তা কাজে দিচ্ছে না। যার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৩ হাজার ৮০৩ কোটি টাকা ঘাটতিতে পড়েছে আয়কর বিভাগ। কাস্টমস ও মূল্য সংযোজন করের (মূসক) বা ভ্যাটের হিসেব যোগ করলে এই পরিমাণ আরও বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজস্ব বোর্ড সূত্র জানায়, অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৯৯৮ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর বিভাগ আদায় করতে পেরেছে ২৩ হাজার ১৯৫ কোটি টাকা। যদিও আয়কর বিভাগের কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শেষদিকে আয়কর আদায় বাড়বে। অর্থবছর শেষে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবেন বলে আশাবাদী তারা।
তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভুল কৌশলে আয়কর আদায় বৃদ্ধির পরিকল্পনার খেসারত দিতে হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) পাঠানো এনবিআরের রূপরেখায় জানানো হয়েছিল, গত অর্থবছরের তুলনায় আয়কর বিভাগের নিয়মিত প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫৯ শতাংশ যোগ করলে অতিরিক্ত আদায় করতে হবে ৯ হাজার ১০০ কোটি টাকা।
কৌশলপত্রে দেখা যায়, ভূমি রেজিস্ট্রেশন থেকে ৩ হাজার কোটি টাকা, ভ্রমণকর খাত থেকে ৫০০ কোটি টাকা, টোব্যাকো কর থেকে ৩০০ কোটি টাকা, পরিবেশ সারচার্জ থেকে ৫০০ কোটি টাকা, করের পরিধি বৃদ্ধির মাধ্যমে ২৫০ কোটি টাকা, কার্বোনেটেড বেভারেজ থেকে ১ হাজার কোটি টাকা ও বকেয়া কর আদায়ের মাধ্যমে ৩ হাজার ৫৫০ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছিল আয়কর বিভাগ।
তবে ভূমি রেজিস্ট্রেশন ও কার্বোনেটেড বেভারেজের ওপর করহার কমালেও কর আদায়ের পরিমাণ একই রাখতে চায় এনবিআর। অথচ করহার কমানোয় স্বাভাবিকভাবেই এই দুই খাতে কর আদায় কমার কথা। বাস্তবেও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম আয়কর আদায় হয়েছে।
জানা গেছে, আইএমএফ পর্যায়ক্রমে পরোক্ষ কর আদায়ের চেয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি মনযোগ দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই বিষয়টির চর্চা হয়ে আসলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখনো ভ্যাটের ওপরই ভর করে রাজস্ব আদায় করা হচ্ছে।
আইএমএফের দেওয়া লক্ষ্য অনুযায়ী, চলতি অর্থবছরে আয়কর খাত থেকে ১ লাখ ৩৭ হাজার ৮০০ কোটি টাকা আদায় করতে হবে। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে এ খাতের লক্ষ্য ১ লাখ ৬২ হাজার ৭০০ কোটি টাকা আদায় করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আদায় করতে হবে ১ লাখ ৯৫ হাজার ২০০ কোটি টাকা। অথচ চলতি অর্থবছরে প্রথম তিন মাসের তথ্য অনুযায়ী, রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮০৩ কোটি পিছিয়ে খাতটি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের বলি হলো বোয়িং! চীনের একটি এয়ারলাইনসের জন্য তৈরি একটি বোয়িং জেট বিমান আজ রোববার যুক্তরাষ্ট্রে কোম্পানির উৎপাদন কেন্দ্রে ফেরত এসেছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরেই এমন ঘটনা ঘটল।
২ ঘণ্টা আগেদেশে গ্যাসের আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে এর উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ রোববার অনুষ্ঠেয় ৯ম জাতীয় পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি বড় প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
৫ ঘণ্টা আগেভারতের মধ্য দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় শুধু তৈরি পোশাক খাত নয়, সংকটে পড়তে যাচ্ছে দেশের কৃষিভিত্তিক রপ্তানি খাতও। বিশেষ করে ফল, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকেরা আশঙ্কা করছেন, তৈরি পোশাক এখন বিমানে রপ্তানি হওয়ায় কার্গো বিমানে চাপ অনেক বাড়বে।
৫ ঘণ্টা আগেপ্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যবহারে সিকিউরিটিজ আইন ভেঙেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া কোম্পানির কার্যক্রম, মুনাফা ও লভ্যাংশ বিতরণ নিয়েও প্রশ্ন রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
৫ ঘণ্টা আগে