Ajker Patrika

সিলেটের ১০ নম্বর কূপে তেল-গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫১
সিলেটের ১০ নম্বর কূপে তেল-গ্যাসের সন্ধান

সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া কথা জানিয়েছে সরকার। পুরোনো এই কূপটি নতুন করে খনন করতে গিয়ে ৪টি স্তরের মধ্যে একটিতে খনন পর্যায়ে তেল পাওয়ার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার সচিবালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করেন প্রতিমন্ত্রী। নসরুল হামিদ জানান, ২৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। 

তিনি বলেন, সিলেট ১০ নম্বর কূপে মোট চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় প্রথম স্তরে তেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। এপিআই গ্রাভিটি হচ্ছে আমেরিকান পেট্রোলিয়াম ইউষ্টিটিউট এর মানদণ্ডে পানির তুলনায় প্রাপ্ত তেল কতটুকু পাতলা বা ঘন। 

গত ৮ ডিসেম্বর এই কূপ খনন করার একপর্যায়ে ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় গেলে তেলের উপস্থিতি পাওয়া যায়। সেলফ প্রেশারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়। পরীক্ষা সম্পন্ন হলে তেলের মজুত জানা যাবে বলে জানান নসরুল হামিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত