অনলাইন ডেস্ক
নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।
এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।
নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।
এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।
২ বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক...
১৯ ঘণ্টা আগেইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০ ঘণ্টা আগেদেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি অ্যাক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্যাপন করেছে গ্রামীণফোন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে অনুপ্রেরণামূলক এই উদ্যোগ উদ্যাপন করে
২০ ঘণ্টা আগেঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক
২০ ঘণ্টা আগে