Ajker Patrika

দুই বছরেও জরিমানার অর্থ শোধ করেনি স্বদেশ ইসলামী লাইফ

অনলাইন ডেস্ক
দুই বছরেও জরিমানার অর্থ শোধ করেনি স্বদেশ ইসলামী লাইফ

নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।

এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত