নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে আবার মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের কারণে কয়েক দিনের বিরতির পর আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে এ মানববন্ধন করেন তাঁরা।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে জমায়েত হন বিনিয়োগকারীরা। তাঁরা দাবি করেন, বর্তমান কমিশনের অদক্ষতার কারণে প্রতিদিনই পুঁজিবাজারে দরপতন হচ্ছে। পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষা দিতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে বিএসইসি চেয়ারম্যানকে সরে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন হচ্ছে। অভিযোগ উঠেছে, বর্তমান কমিশন পুঁজিবাজারে সংস্কারের দিকে মনোযোগ দিলেও কিছু উদ্যোগ তাৎক্ষণিক পুঁজিবাজারের জন্য নেতিবাচক হয়েছে। পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণেই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বর্তমান কমিশন। এই অবস্থায় চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে অক্টোবরের শুরু থেকে রাস্তায় নামেন বিনিয়োগকারীরা।
সপ্তাহজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনিয়োগকারীদের বিভিন্ন গ্রুপ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনেও টানা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেছে।
৩ অক্টোবর বিকেলে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসির মূল গেটে তালা ঝুলিয়ে দেন। চেয়ারম্যানকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছিলেন বিনিয়োগকারীরা। পরে বিএসইসিতে নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতিসহ অজানা কারণে আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। এরপর গত ৯ অক্টোবরেও মতিঝিলে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। কিছুদিন বিরতির পর গতকাল আবার রাস্তায় নেমেছেন তাঁরা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে আবার মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের কারণে কয়েক দিনের বিরতির পর আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে এ মানববন্ধন করেন তাঁরা।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে জমায়েত হন বিনিয়োগকারীরা। তাঁরা দাবি করেন, বর্তমান কমিশনের অদক্ষতার কারণে প্রতিদিনই পুঁজিবাজারে দরপতন হচ্ছে। পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষা দিতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে বিএসইসি চেয়ারম্যানকে সরে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন হচ্ছে। অভিযোগ উঠেছে, বর্তমান কমিশন পুঁজিবাজারে সংস্কারের দিকে মনোযোগ দিলেও কিছু উদ্যোগ তাৎক্ষণিক পুঁজিবাজারের জন্য নেতিবাচক হয়েছে। পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণেই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বর্তমান কমিশন। এই অবস্থায় চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে অক্টোবরের শুরু থেকে রাস্তায় নামেন বিনিয়োগকারীরা।
সপ্তাহজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনিয়োগকারীদের বিভিন্ন গ্রুপ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনেও টানা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেছে।
৩ অক্টোবর বিকেলে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসির মূল গেটে তালা ঝুলিয়ে দেন। চেয়ারম্যানকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছিলেন বিনিয়োগকারীরা। পরে বিএসইসিতে নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতিসহ অজানা কারণে আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। এরপর গত ৯ অক্টোবরেও মতিঝিলে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। কিছুদিন বিরতির পর গতকাল আবার রাস্তায় নেমেছেন তাঁরা।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
৪ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১১ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে