Ajker Patrika

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাতারাতি সংকট যাবে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাতারাতি সংকট যাবে না: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। অনেক চ্যালেঞ্জ আছে, তা সমাধান করতে হবে। রাতারাতি সব সংকট দূর করা যাবে না। বিষয়গুলো বুঝতে একটু সময় লাগবে।’

নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল রোববার ছিল তাঁর প্রথম কার্যদিবস। এদিন সচিবালয়ের সম্মেলনকক্ষে চারজন সচিব এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেন।
মাহমুদ আলী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। পণ্যের দাম নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয় একা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। রাতারাতি সবকিছু ঠিক করা যাবে না।

অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে কী করা যায়, তা দেখা হবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছে। বাংলাদেশও এ কারণে ভুগছে।
সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।’

টাকার অবমূল্যায়ন প্রসঙ্গে মাহমুদ আলী বলেন, ‘অনেক দেশেই মুদ্রার বড় ধরনের অবনমন হয়েছে। আমাদের অতটা হয়নি। তবে এসব বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে। দায়িত্ব নিয়েই সব সমস্যার সমাধান করে ফেলব, তা তো আর হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত