নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে ফের নেতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার বিক্রি করে অর্জিত আয়, অর্থাৎ মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর কর বসানোর বিষয়টি। এর কারণে ঈদের আগে থেকে ঊর্ধ্বমুখী থাকা পুঁজিবাজারে আবারও দরপতন দেখা দিয়েছে। বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্টরা ক্যাপিটাল গেইনের ওপর করারোপকে পুঁজিবাজারের জন্য নেতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে সরকারের ভাবনা নেই, নীতি-সহায়তা দিতে চায় না। অর্থনীতির গতি, বিনিয়োগ, ভোগ কমেছে। বিপরীতে কর বাড়ানো হয় কোন যুক্তিতে?
গত এপ্রিলের শেষ দিকে এসে ক্যাপিটাল গেইনে করারোপের আলোচনার মাসখানেক ব্যাপক দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেশির ভাগ বিনিয়োগকারীর বিনিয়োগ অর্ধেকে নেমে যায়। এর মধ্যেই গত ৬ জুন সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিপর্যায়ে ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ করারোপের ঘোষণা আসে। এর কয়েক দিন পর কিছুটা ঘুরে দাঁড়াতে থাকে পুঁজিবাজার। ১২ থেকে ২৭ জুন পর্যন্ত ৯ কর্মদিবসের ৮ দিনই উত্থান হয়েছে ডিএসইতে।
তবে গত ২৯ জুন ব্যক্তিপর্যায়ের সঙ্গে কোম্পানির মতো তহবিল ও ট্রাস্টের তহবিলের মূলধনি মুনাফায়ও একই হারে করারোপ করে সংসদে অর্থবিল পাস হয়। এতে পরের কর্মদিবসে গতকাল রোববার ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিজিটের মধ্যে দরপতন হয়েছে ২৬৮টির। এর প্রভাবে সাধারণ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে। তবে লেনদেন ৬ কোটি ৮৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ কোটি ৬৮ লাখ টাকায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, গেইন ট্যাক্সের পাশাপাশি ক্যাপিটাল লস হলে সেটা পরবর্তী পাঁচ বছর পর্যন্ত ফরোয়ার্ড করতে পারবে, যা ইতিবাচক দিক। তবু আমাদের প্রচেষ্টা থাকবে, এই কর বাতিল করানোর।
দেশের পুঁজিবাজারে ফের নেতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার বিক্রি করে অর্জিত আয়, অর্থাৎ মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর কর বসানোর বিষয়টি। এর কারণে ঈদের আগে থেকে ঊর্ধ্বমুখী থাকা পুঁজিবাজারে আবারও দরপতন দেখা দিয়েছে। বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্টরা ক্যাপিটাল গেইনের ওপর করারোপকে পুঁজিবাজারের জন্য নেতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে সরকারের ভাবনা নেই, নীতি-সহায়তা দিতে চায় না। অর্থনীতির গতি, বিনিয়োগ, ভোগ কমেছে। বিপরীতে কর বাড়ানো হয় কোন যুক্তিতে?
গত এপ্রিলের শেষ দিকে এসে ক্যাপিটাল গেইনে করারোপের আলোচনার মাসখানেক ব্যাপক দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেশির ভাগ বিনিয়োগকারীর বিনিয়োগ অর্ধেকে নেমে যায়। এর মধ্যেই গত ৬ জুন সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিপর্যায়ে ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ করারোপের ঘোষণা আসে। এর কয়েক দিন পর কিছুটা ঘুরে দাঁড়াতে থাকে পুঁজিবাজার। ১২ থেকে ২৭ জুন পর্যন্ত ৯ কর্মদিবসের ৮ দিনই উত্থান হয়েছে ডিএসইতে।
তবে গত ২৯ জুন ব্যক্তিপর্যায়ের সঙ্গে কোম্পানির মতো তহবিল ও ট্রাস্টের তহবিলের মূলধনি মুনাফায়ও একই হারে করারোপ করে সংসদে অর্থবিল পাস হয়। এতে পরের কর্মদিবসে গতকাল রোববার ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিজিটের মধ্যে দরপতন হয়েছে ২৬৮টির। এর প্রভাবে সাধারণ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে। তবে লেনদেন ৬ কোটি ৮৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ কোটি ৬৮ লাখ টাকায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, গেইন ট্যাক্সের পাশাপাশি ক্যাপিটাল লস হলে সেটা পরবর্তী পাঁচ বছর পর্যন্ত ফরোয়ার্ড করতে পারবে, যা ইতিবাচক দিক। তবু আমাদের প্রচেষ্টা থাকবে, এই কর বাতিল করানোর।
বিলাসবহুল ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড বারবেরি জানিয়েছে, খরচ কমাতে আগামী দুই বছরে বিশ্বব্যাপী ১ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করা হতে পারে, যা তাদের মোট কর্মীর প্রায় এক-পঞ্চমাংশ। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ৭৫ মিলিয়ন পাউন্ড নিট ক্ষতির তথ্য প্রকাশের পর এই ঘোষণা এসেছে। গত বছর বারবেরি ২৭০ মিলিয়ন পাউন্ড লাভ...
১ ঘণ্টা আগেবাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা জরুরি বলে মত দিয়েছেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘ভিয়েতনাম...
১ ঘণ্টা আগেসিগারেটের বর্তমান চার স্তরের করকাঠামো কমিয়ে তিন স্তরে নামিয়ে আনা এবং প্রতি শলাকার দাম ন্যূনতম ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এখন রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশ বিরাজ করছে। এ সুযোগে জনস্বার্থে করকাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনা জরুরি।
১ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম আয়োজিত স্থাপত্যবিষয়ক সম্মেলন ‘আর্কিটেকচার: হোয়ার টু গো’ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের খ্যাতনামা স্থপতি, একাডেমিশিয়ান ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম অংশ নেয়।
৬ ঘণ্টা আগে