Ajker Patrika

৩ জুতা উৎপাদকের সঙ্গে ব্যবসা করবে এপেক্স ট্যানারি

আজকের পত্রিকা ডেস্ক­
৩ জুতা উৎপাদকের সঙ্গে ব্যবসা করবে এপেক্স ট্যানারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক তিন কোম্পানির কাছে প্রস্তুতকৃত চামড়া বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। এ লক্ষ্যে শিগগিরই হবে চুক্তি। চুক্তির আওতায় বছরে ১৬ কোটি টাকার চামড়া বিক্রি করবে এপেক্স ট্যানারি।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তথ্য বলছে, এফবি ফুটওয়্যার লিমিটেড, ফুটবেড ফুটওয়্যার লিমিটেড ও নুভো সুজ (বিডি) লিমিটেডের কাছে চামড়া বিক্রি করবে এপেক্স ট্যানারি। বিভিন্ন মান ও গ্রেডের চামড়া বাজার মূল্যে কোম্পানিগুলোর কাছে সরবরাহ করা হবে। এর মধ্যে এফবির কাছে ১০ কোটি, ফুটবেডের কাছে ৫ কোটি টাকা এবং নুভো সুজের কাছে ১ কোটি টাকার চামড়া বিক্রি করা হবে। তবে চাহিদার ভিত্তিতে বিক্রির পরিমাণ আরও বেশি বা কম হতে পারে।

জানা গেছে, এপেক্সে ট্যানারির কিছু পরিচালক ওই তিন কোম্পানিরও পরিচালক। এ ক্ষেত্রে কিছু স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে। কারণ, স্বাভাবিকভাবে এপেক্সের প্রস্তুতকৃত চামড়া ওই তিন কোম্পানি তুলনামূলক কম দামে পেতে চাইবে। যেহেতু একই পরিচালক উভয় কোম্পানিতে রয়েছে, সেহেতু কম দামে চামড়া বিক্রির অনুমতি পেতে অসুবিধা হবে না। এতে ওই তিন কোম্পানির সঙ্গে পরিচালকেরাও লাভবান হতে পারবেন। কিন্তু, এপেক্স ক্ষতিগ্রস্ত হবে। তালিকাভুক্ত হওয়ায় এর মুনাফা কমে গেলে তা বিনিয়োগকারীদের লোকসান।

২০২৪ সালের জুনে শেষ হওয়া হিসাববছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি। এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩১ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ৮ টাকা ১৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪৫ টাকা ৪৩ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

এলাকার খবর
Loading...