Ajker Patrika

তারকা হোটেল

বিদেশি সেবার বিল পরিশোধ সহজ হলো

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

দেশের তিন থেকে পাঁচ তারকা হোটেলগুলো এখন থেকে আন্তর্জাতিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পাওনা পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ পরিশোধ করতে পারবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চুক্তির নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিদেশি সেবা গ্রহণের জন্য হোটেলগুলোর সঙ্গে আন্তর্জাতিক সেবাদাতা প্রতিষ্ঠানের চুক্তি বাধ্যতামূলক। সেই চুক্তি নিবন্ধনের শর্ত অনুযায়ী পাওনা পরিশোধ করতে হবে। হোটেল কর্তৃপক্ষকে চুক্তি-সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। তবে এডি (অথরাইজড ডিলার) ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশি সেবার জন্য অর্থ পরিশোধে আগের মতো আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশে ৩ থেকে ৫ তারকা মানের প্রায় ৫০টি হোটেল রয়েছে। এ হোটেলগুলো কারিগরি ও ব্র্যান্ডিংসহ বিভিন্ন সেবা গ্রহণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে থাকে। এসব সেবার জন্য প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিদেশে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি দেশীয় প্রতিষ্ঠান দিয়ে এ সেবা প্রদান সম্ভব হয়, তাহলে বিদেশি সেবা গ্রহণে অনুমতি দেওয়া হবে না। এর মাধ্যমে ডলার সাশ্রয় নিশ্চিত করা হবে। তবে তিন তারকার নিচের হোটেলগুলো বিদেশি সেবা গ্রহণে বাধামুক্ত থাকবে। বিদেশি কোম্পানির পক্ষে কারিগরি, ব্র্যান্ডিং বা অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমতি নেওয়া এবং সেই চুক্তি নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। এসব চুক্তির কাগজপত্র যাচাই করবে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ পদক্ষেপ বিদেশি সেবার ওপর নির্ভরশীলতা কমাতে এবং স্থানীয় সেবা ব্যবহারে উৎসাহিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত