Ajker Patrika

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি আদিল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদিল চৌধুরী। ছবি: সংগৃহীত
আদিল চৌধুরী। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিলেন আদিল চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে আজ সোমবার তিনি এই দায়িত্বে যোগ দেন।

ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে এবং ডিজিটাল ব্যাংকিং সেবায় অভাবনীয় অগ্রগতি ঘটায়। পরিচালন দক্ষতা বাড়ানো, সুশাসন জোরদার করা এবং সমস্যাগ্রস্ত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ভূমিকা ব্যাংক এশিয়াকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে পরিণত করতে সহায়ক হয়।

২০২০ সালে ব্যাংক এশিয়ায় উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি ১৫ বছরের বেশি সময় বিদেশে বিভিন্ন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়াতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকি করেছেন। এর আগে তিনি ঢাকায় ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন এবং পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ গড়ে তোলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত