Ajker Patrika

এলপিজি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৬৫ টাকা  

নিজস্ব প্রতিবেদন, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫: ০৪
এলপিজি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৬৫ টাকা  

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে কমেছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম মূসকসহ ১ হাজার ২৯৭ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৩২ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৬৫ টাকা। 

আজ সোমবার দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠান থেকে এলপিজির এই নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।

ভার্চুয়াল অনুষ্ঠানে বলা হয়, জানুয়ারি মাসের জন্য এলপিজির (১২ কেজি) দাম ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ডিসেম্বর মাসে এই দাম ছিল ১ হাজার ২৯৭ এবং নভেম্বরে ছিল ১ হাজার ২৫১ টাকা। 

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, গত মাসে বিশ্ববাজারে প্রোপেনের দাম ৬৫০ ডলার ছিল, যেটি কমে ৫৯০ ডলারে নেমেছে। একই সঙ্গে কমেছে বিউটেনের দামও। 

দামের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে ডলারের ফ্লটিং এক্সচেঞ্জ রেটের কারণে এলপিজির দাম এদিক-সেদিক হচ্ছে। এলপিজি আমদানি করা প্রতিষ্ঠানের কাগজপত্র দাখিলের ভিত্তিতে আমরা ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করি। এবার ১৬টি প্রতিষ্ঠানের আমদানি দলিলের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত