Ajker Patrika

রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৯
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় কার্যালয় রাজস্ব ভবন। ছবি: আজকে পত্রিকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় কার্যালয় রাজস্ব ভবন। ছবি: আজকে পত্রিকা

আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছে। তবে আজ রাত ১২টায় বন্ধ হওয়ার আগ পর্যন্ত আরও ২০-৩০ হাজার বাড়তে পারে।

আব্দুর রহমান খান বলেন, অনেকে আগের নিয়মে কাগুজে রিটার্ন দাখিল করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। দেশে বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা ১ কোটি ১৪ লাখের মতো।

তিনি আরও জানান, আজ রাত ১২টার আগে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা লাগবে না। তবে এরপরও রিটার্ন দাখিল করা যাবে, সে ক্ষেত্রে জরিমানা গুনতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত