Ajker Patrika

আরও দুই প্রতিষ্ঠান পেল সবুজ কারখানার সনদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও দুই প্রতিষ্ঠান পেল সবুজ কারখানার সনদ

দিন যত যাচ্ছে, দেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব সবুজ কারখানা ততই বাড়ছে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে আরও দুটি কোম্পানি। নতুন যোগ হওয়া কোম্পানিগুলো নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯টি। গতকাল শনিবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন যুক্ত হওয়া কোম্পানি দুটি হলো কমফিট ইকো ভিলে লিমিটেড এবং ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড। এর মধ্যে টাঙ্গাইলে অবস্থিত কমফিট ইকো ভিলে লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়ে প্ল্যাটিনাম সনদ পেয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে অবস্থিত ফকির ইকো নিটওয়্যারস লিমিটেডও ৮৫ পয়েন্ট পেয়ে প্ল্যাটিনাম সনদ পেয়েছে।

বিজিএমইএর তথ্যমতে, বাংলাদেশে ২০৯টি সবুজ কারখানার মধ্যে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে সনদ পেয়েছে ৭৯টি। এ ছাড়া গোল্ড ক্যাটাগরিতে ১১৬টি, সিলভার ১০টি। আর সার্টিফায়েড চারটি। তা ছাড়া এখনো গ্রিন ফ্যাক্টরি থেকে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে অনেক কারখানা। মোট ১১০-এর মধ্যে যেসব কোম্পানি ৮০ বা তার চেয়ে বেশি নম্বর পায়, তারা প্ল্যাটিনাম সনদ লাভ করে। কোনো কারখানা ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড সনদ পায়, ৫০ থেকে ৫৯ পেলে পায় সিলভার সনদ আর ৪০ থেকে ৪৯ পেলে পায় সার্টিফায়েড সনদ।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। তারা এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন ‘এলইইডি’ বা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত