Ajker Patrika

'নিট জিরো বাংকিং অ্যালায়েন্সে' যোগদানের ঘোষণা দিয়েছে জেপি মরগান 

'নিট জিরো বাংকিং অ্যালায়েন্সে' যোগদানের ঘোষণা দিয়েছে জেপি মরগান 

জাতিসংঘের 'নিট জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে' যোগদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ এন্ড কোম্পানি। গতকাল শুক্রবার এই যোগদানের কথা জানায় জেপি মরগান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

জেপি মরগানের এক নির্বাহী কর্মকর্তা বলেছেন, জাতিসংঘের রেস টু জিরো ক্যাম্পেইনের সঙ্গে তাঁর জলবায়ু পরিকল্পনার সমন্বয় করার জন্য প্রতিদ্বন্দ্বী ব্যাংক অফ আমেরিকা, সিটিগ্রুপ, মরগান স্ট্যানলি এবং অন্যান্যদের সঙ্গে যোগ দেওয়ার সময় এসেছে। এ জন্য তাঁরা এই ঘোষণা দিয়েছেন।

জেপি মরগানের বৈশ্বিক প্রধান মারিসা বুকানান এক বিবৃতিতে বলেছেন, আমরা বৃহত্তর জলবায়ু কর্মকাণ্ডের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার কারণে এই জোটে যোগদান করেছি। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারী এবং বেসরকারী খাতের মধ্যে সর্বোত্তম অনুশীলন এবং সহযোগীতামূলক দৃষ্টিভঙ্গি তৈরির কথাও বলেন তিনি।    

'নিট জিরো অ্যালায়েন্স' গঠিত হয় চলতি বছরের এপ্রিল মাসে। ওই সময় যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক এবং জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রধান ঋণদাতা হিসাবে, জেপি মরগান এই গ্রুপে যোগ না দেওয়ায় সমালোচিত হয়। কিন্তু আগামী মাসে জাতিসংঘের ২৬-তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের আগেই এই গ্রুপে যোগদানের ঘোষণা দিল জেপি মরগান।

উল্লেখ্য, 'নিট জিরো ব্যাংকিং অ্যালায়েন্স' হল জাতিসংঘের নেতৃত্বে গড়ে তোলা একটি ব্যাংকিং গ্রুপ। এই গ্রুপ বিশ্বের ব্যাংকিং সম্পদের এক-চতুর্থাংশেরও বেশি প্রতিনিধিত্ব করে। এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রোগ্রামের সঙ্গে যুক্ত। এটির লক্ষ্য হল কার্বন নিঃসরণ কমানো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত