অনলাইন ডেস্ক
নরওয়ে ভিত্তিক বহুজাতিক মোবাইল অপারেটর সংস্থা টেলিনর পাকিস্তানের ব্যবসা বিক্রি করে দিচ্ছে। সংস্থাটি গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা ৪৯ কোটি ডলারে পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশনসের কাছে তাদের ব্যবসা বিক্রি করে দিতে সম্মত হয়েছে।
নরওয়ের টেলিকম গ্রুপটি তাদের এশিয়ার ব্যবসা পুনর্গঠন করছে। তারা স্থানীয়ভাবে একীভূতকরণের মাধ্যমে থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে বড় ইউনিট গঠন করছে। টেলিনর আগেই বলেছিল, চলতি বছরের শেষ নাগাদ পাকিস্তানের ব্যবসা নিয়েও একটি চুক্তিতে তারা পৌঁছাবে।
টেলিনরের সিইও সিগভে ব্রেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা পাকিস্তানেও একীভূত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন আমরা দেখলাম এটি হচ্ছে না তখন, ব্যবসা বিক্রি করে দেওয়াই ছিল দ্বিতীয় সেরা বিকল্প।’
তিনি বলেন, ‘অবকাঠামো এবং মান ঠিকঠাক না পাওয়ার পরিপ্রেক্ষিতে এটি করতে হয়েছে। দেখলাম, আমাদের শেয়ারহোল্ডারদের জন্য ব্যবসা বিক্রি করে দেওয়াই ভালো।’
টেলিনর পাকিস্তানে ব্যবসা শুরু করে ১৮ বছর আগে। এ দেশে বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ৪ কোটি ৫০ লাখ।
এদিকে টেলিনর কিনে নেওয়ার খবর প্রকাশ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার পাকিস্তান টেলিকমিউনিকেশনসের শেয়ারের দর বাড়ে ৮ দশমিক ৩ শতাংশ, আর টেলিনরের দর বাড়ে ১ দশমিক ১ শতাংশ।
চলতি বছরের প্রথম নয় মাসে টেলিনর পাকিস্তানের সেবা থেকে রাজস্ব এসেছে ২৫০ কোটি ক্রাউনস (নরওয়ের মুদ্রা)। আর কর ও অন্যান্য দায় বাদে আয় করেছে ১৪০ কোটি ক্রাউনস। বর্তমান বিনিময় হার অনুযায়ী ১ মার্কিন ডলার ১০ দশমকি ৭৪ ক্রাউনস।
অধিগ্রহণ চুক্তিটি এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায়। টেলিনরের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে পাকিস্তানে তাদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়া।
টেলিনরের অবশিষ্ট এশিয়ান পোর্টফোলিওর মধ্যে রয়েছে—বাংলাদেশের গ্রামীণফোন, মালয়েশিয়ার সেলকমডিজি এবং থাইল্যান্ডের ট্রু করপোরেশন। এ তিনটি দেশ মিলে তাদের গ্রাহক সংখ্যা প্রায় ১৬ কোটি।
নরওয়ে ভিত্তিক বহুজাতিক মোবাইল অপারেটর সংস্থা টেলিনর পাকিস্তানের ব্যবসা বিক্রি করে দিচ্ছে। সংস্থাটি গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা ৪৯ কোটি ডলারে পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশনসের কাছে তাদের ব্যবসা বিক্রি করে দিতে সম্মত হয়েছে।
নরওয়ের টেলিকম গ্রুপটি তাদের এশিয়ার ব্যবসা পুনর্গঠন করছে। তারা স্থানীয়ভাবে একীভূতকরণের মাধ্যমে থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে বড় ইউনিট গঠন করছে। টেলিনর আগেই বলেছিল, চলতি বছরের শেষ নাগাদ পাকিস্তানের ব্যবসা নিয়েও একটি চুক্তিতে তারা পৌঁছাবে।
টেলিনরের সিইও সিগভে ব্রেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা পাকিস্তানেও একীভূত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন আমরা দেখলাম এটি হচ্ছে না তখন, ব্যবসা বিক্রি করে দেওয়াই ছিল দ্বিতীয় সেরা বিকল্প।’
তিনি বলেন, ‘অবকাঠামো এবং মান ঠিকঠাক না পাওয়ার পরিপ্রেক্ষিতে এটি করতে হয়েছে। দেখলাম, আমাদের শেয়ারহোল্ডারদের জন্য ব্যবসা বিক্রি করে দেওয়াই ভালো।’
টেলিনর পাকিস্তানে ব্যবসা শুরু করে ১৮ বছর আগে। এ দেশে বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ৪ কোটি ৫০ লাখ।
এদিকে টেলিনর কিনে নেওয়ার খবর প্রকাশ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার পাকিস্তান টেলিকমিউনিকেশনসের শেয়ারের দর বাড়ে ৮ দশমিক ৩ শতাংশ, আর টেলিনরের দর বাড়ে ১ দশমিক ১ শতাংশ।
চলতি বছরের প্রথম নয় মাসে টেলিনর পাকিস্তানের সেবা থেকে রাজস্ব এসেছে ২৫০ কোটি ক্রাউনস (নরওয়ের মুদ্রা)। আর কর ও অন্যান্য দায় বাদে আয় করেছে ১৪০ কোটি ক্রাউনস। বর্তমান বিনিময় হার অনুযায়ী ১ মার্কিন ডলার ১০ দশমকি ৭৪ ক্রাউনস।
অধিগ্রহণ চুক্তিটি এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায়। টেলিনরের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে পাকিস্তানে তাদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়া।
টেলিনরের অবশিষ্ট এশিয়ান পোর্টফোলিওর মধ্যে রয়েছে—বাংলাদেশের গ্রামীণফোন, মালয়েশিয়ার সেলকমডিজি এবং থাইল্যান্ডের ট্রু করপোরেশন। এ তিনটি দেশ মিলে তাদের গ্রাহক সংখ্যা প্রায় ১৬ কোটি।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
৭ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৪ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে