গোলাম সরওয়ার টুকু
ইলিশ বাংলাদেশের—গোটা দুনিয়া আমাদের এ স্বীকৃতি দিয়েছে। কারণ, ওয়ার্লড ফিসের তথ্যমতে বিশ্বের ৮৫ ভাগ ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে। গোটা দুনিয়ায় ইলিশ উৎপাদনের শীর্ষে বাংলাদেশ। এ অর্জন ও সাফল্য সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের কারণেই। ইলিশ নিয়ে আমরা বাংলাদেশিরা এখন গর্ব করতেই পারি। বাংলাদেশ যেমন ইলিশের দেশ, তেমনি বাংলাদেশেও তেমনি ইলিশের জেলা বরগুনা।
হ্যাঁ, এমন ঘোষণা আসে বরগুনার একটি ইলিশ উৎসব থেকে। ২০১৯ সালে অক্টোবর মাসের শুরুতে বরগুনায় আয়োজন করা হয় ইলিশ উৎসবের। জেলার ৬টি উপজেলা থেকে জেলে ও ব্যবসায়ীরা এ উৎসবে ইলিশ নিয়ে আসেন, বিক্রি করেন দিনভর। এই উৎসব থেকেই ঘোষণা করা হয় ‘ইলিশের জেলা বরগুনা’। একই সাথে দাবিও তোলা হয় এই ঘোষণাকে সরকারি স্বীকৃতি দেয়ার।
ইলিশ মানেই পদ্মার, ইলিশ মানেই চাঁদপুরের—প্রচলিত এই কথাটিতে বরগুনাবাসীর আপত্তি নেই। কিন্ত দাবি আছে আমাদের। সেই দাবি কতটা যৌক্তিক তা প্রমাণের জন্য একবার পরিসংখ্যানের দিকে চোখ বোলানো যাক:
মৎস্য বিভাগের পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছরে বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর থেকে আহরণ করা হয় ৪ হাজার ৯০০ মেট্রিক টন ও বরগুনার জেলেরা সাগর থেকে আহরণ করে ৯১,০০০ মেট্রিক টন। ২০১৮-১৯ অর্থবছরে বরগুনা জেলা থেকে আহরিত ইলিশের মোট পরিমাণ হচ্ছে ৯৫ হাজার ৯৩৮ মেট্রিক টন। ২০১৭ থেকে ২০২০ সাল টানা তিন বছর বরগুনায় গড়ে প্রায় এক লাখ মেট্রিক টন ইলিশের উৎপাদন হয় বরগুনা জেলা থেকে।
বরগুনার ইলিশকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে ও ইলিশের ভান্ডার হিসেবে খ্যাত বরগুনায় দেশি বিদেশি পর্যটককে ইকোট্যুরিজমে আকৃষ্ট করার লক্ষ্যে ২০১৯ সালের ২ অক্টোবর বরগুনা জেলা প্রশাসন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে বরগুনা সার্কিট হাউস মাঠে ১ম বারের মত দেশের বৃহত্তম ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ইলিশের যে জাতীয় গুরুত্ব রয়েছে, তা এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। পাশাপাশি এই উৎসবে মৎস্য খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণ, এই এলাকার নদী সমূহকে ইলিশের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, নাটক, জারিগান, পুথি-পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ইলিশের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল অনুষ্ঠানস্থলে বিষখালী, বলেশ্বর ও পায়রা নদী এবং সমুদ্র মোহনার তাজা ইলিশ বিক্রির ব্যবস্থা। প্রথম বারের মত আয়োজিত দেশের সর্ববৃহৎ এ ইলিশ উৎসবে বরগুনার ৬টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার লক্ষাধিক দর্শনার্থী ভিড় করেন। স্টলগুলোতে ছিল রান্না করা ইলিশের শতাধিক ধরনের বাহারি খাবারের সমাহার। আগত দর্শনার্থীরা বরগুনাকে ইলিশের জেলা হিসেবে ঘোষণার দাবী জানান। বরগুনা জেলায় প্রতি বছর প্রায় এক লক্ষ মেট্রিক টন ইলিশ আহরিত হয়, যার বাজার মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
এখন প্রশ্ন উঠতে পারে, সবচেয়ে বেশী ইলিশ উৎপাদনের জেলা ভোলা তবে কেন ইলিশের জেলা নয়? এর কিছু যৌক্তিকতা তুলে ধরতে চাই। মৎস্য বিভাগের তথ্যমতে, বরগুনা জেলার ৬টি উপজেলার প্রায় ৪০ হাজার মৎস্যজীবী রয়েছেন, যারা সারাবছরই (সরকারি নিষেধাজ্ঞা ব্যতিরেকে) স্থানীয় নদী ও বঙ্গোপসাগরে ইলিশ শিকার করে আনেন। বরগুনার ইলিশ অন্য যেকোনো জেলার ইলিশের চাইতে সুস্বাদু।
বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় অবস্থিত। ইলিশের মৌসুমে আপনি যদি সময় করতে পারেন, একবার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে আসবেন। একইসাথে বরগুনার বিষখালী নদীতে জেলে নৌকায় ইলিশ শিকারের দৃশ্য স্বচক্ষে দেখতে পারেণ। বিষখালী, বলেশ্বর ও পায়রা বরগুনার তিন নদীর ইলিশই সুস্বাদু। নদী তিনটির মধ্যে কেবল বিষখালীতে অল্প উজানে এলেই মিষ্টি পানি। দিনে ও রাতে দুই বেলা জোয়ারের প্রবাহ বেশি বলে এই নদীর পানিও স্বচ্ছ। কিন্তু পায়রা ও বলেশ্বরের মিঠাপানি আরও অনেক বেশি উজানে। তা ছাড়া যে নদীর পানি যত স্বচ্ছ, সে নদীর ইলিশের পিঠের দিকও তত কালচে ও পুরু। নদীর পানি ঘোলা হলে ইলিশের পিঠের কালচে রং গাঢ় হয় না। যেসব ইলিশের পিঠের রং কালচে, সেগুলোর স্বাদও বেশি। এ জন্যই বিষখালীর ইলিশ পরিপুষ্ট, উজ্জ্বল ও বেশি স্বাদযুক্ত বলে মনে করা হয়।
ইলিশ গবেষক ও মৎস্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশের ইকো-ফিশ প্রকল্পের দলনেতা আবদুল ওহাব বলেন, বিষখালীর ইলিশের সুখ্যাতি আছে। ইলিশের দুটি ভান্ডার বঙ্গোপসাগর ও পদ্মা-মেঘনার ইলিশ নিয়ে গবেষণা হয়েছে। বিষখালীর ইলিশ নিয়ে গবেষণা হলে আরেকটি নতুন বৈশিষ্ট্যের ইলিশের ভান্ডারের সন্ধান পাওয়া যেতে পারে।’
ইলিশের বাড়ি চাঁদপুর কিনা, এ নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। তবে ইলিশের জেলা কেন যে বরগুনাকে দাবি করা হয়, আশা করি লেখাটি পড়ার পর কারোই আপত্তি থাকবেনা। আমাদের সবচেয়ে বড় অর্জন, গোটা দুনিয়ার স্বীকৃতি ‘ইলিশ বাংলাদেশের’।
গোলাম সরওয়ার টুকু
রাজনীতিবিদ
ইলিশ বাংলাদেশের—গোটা দুনিয়া আমাদের এ স্বীকৃতি দিয়েছে। কারণ, ওয়ার্লড ফিসের তথ্যমতে বিশ্বের ৮৫ ভাগ ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে। গোটা দুনিয়ায় ইলিশ উৎপাদনের শীর্ষে বাংলাদেশ। এ অর্জন ও সাফল্য সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের কারণেই। ইলিশ নিয়ে আমরা বাংলাদেশিরা এখন গর্ব করতেই পারি। বাংলাদেশ যেমন ইলিশের দেশ, তেমনি বাংলাদেশেও তেমনি ইলিশের জেলা বরগুনা।
হ্যাঁ, এমন ঘোষণা আসে বরগুনার একটি ইলিশ উৎসব থেকে। ২০১৯ সালে অক্টোবর মাসের শুরুতে বরগুনায় আয়োজন করা হয় ইলিশ উৎসবের। জেলার ৬টি উপজেলা থেকে জেলে ও ব্যবসায়ীরা এ উৎসবে ইলিশ নিয়ে আসেন, বিক্রি করেন দিনভর। এই উৎসব থেকেই ঘোষণা করা হয় ‘ইলিশের জেলা বরগুনা’। একই সাথে দাবিও তোলা হয় এই ঘোষণাকে সরকারি স্বীকৃতি দেয়ার।
ইলিশ মানেই পদ্মার, ইলিশ মানেই চাঁদপুরের—প্রচলিত এই কথাটিতে বরগুনাবাসীর আপত্তি নেই। কিন্ত দাবি আছে আমাদের। সেই দাবি কতটা যৌক্তিক তা প্রমাণের জন্য একবার পরিসংখ্যানের দিকে চোখ বোলানো যাক:
মৎস্য বিভাগের পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছরে বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর থেকে আহরণ করা হয় ৪ হাজার ৯০০ মেট্রিক টন ও বরগুনার জেলেরা সাগর থেকে আহরণ করে ৯১,০০০ মেট্রিক টন। ২০১৮-১৯ অর্থবছরে বরগুনা জেলা থেকে আহরিত ইলিশের মোট পরিমাণ হচ্ছে ৯৫ হাজার ৯৩৮ মেট্রিক টন। ২০১৭ থেকে ২০২০ সাল টানা তিন বছর বরগুনায় গড়ে প্রায় এক লাখ মেট্রিক টন ইলিশের উৎপাদন হয় বরগুনা জেলা থেকে।
বরগুনার ইলিশকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে ও ইলিশের ভান্ডার হিসেবে খ্যাত বরগুনায় দেশি বিদেশি পর্যটককে ইকোট্যুরিজমে আকৃষ্ট করার লক্ষ্যে ২০১৯ সালের ২ অক্টোবর বরগুনা জেলা প্রশাসন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে বরগুনা সার্কিট হাউস মাঠে ১ম বারের মত দেশের বৃহত্তম ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ইলিশের যে জাতীয় গুরুত্ব রয়েছে, তা এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। পাশাপাশি এই উৎসবে মৎস্য খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণ, এই এলাকার নদী সমূহকে ইলিশের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, নাটক, জারিগান, পুথি-পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ইলিশের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল অনুষ্ঠানস্থলে বিষখালী, বলেশ্বর ও পায়রা নদী এবং সমুদ্র মোহনার তাজা ইলিশ বিক্রির ব্যবস্থা। প্রথম বারের মত আয়োজিত দেশের সর্ববৃহৎ এ ইলিশ উৎসবে বরগুনার ৬টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার লক্ষাধিক দর্শনার্থী ভিড় করেন। স্টলগুলোতে ছিল রান্না করা ইলিশের শতাধিক ধরনের বাহারি খাবারের সমাহার। আগত দর্শনার্থীরা বরগুনাকে ইলিশের জেলা হিসেবে ঘোষণার দাবী জানান। বরগুনা জেলায় প্রতি বছর প্রায় এক লক্ষ মেট্রিক টন ইলিশ আহরিত হয়, যার বাজার মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
এখন প্রশ্ন উঠতে পারে, সবচেয়ে বেশী ইলিশ উৎপাদনের জেলা ভোলা তবে কেন ইলিশের জেলা নয়? এর কিছু যৌক্তিকতা তুলে ধরতে চাই। মৎস্য বিভাগের তথ্যমতে, বরগুনা জেলার ৬টি উপজেলার প্রায় ৪০ হাজার মৎস্যজীবী রয়েছেন, যারা সারাবছরই (সরকারি নিষেধাজ্ঞা ব্যতিরেকে) স্থানীয় নদী ও বঙ্গোপসাগরে ইলিশ শিকার করে আনেন। বরগুনার ইলিশ অন্য যেকোনো জেলার ইলিশের চাইতে সুস্বাদু।
বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় অবস্থিত। ইলিশের মৌসুমে আপনি যদি সময় করতে পারেন, একবার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে আসবেন। একইসাথে বরগুনার বিষখালী নদীতে জেলে নৌকায় ইলিশ শিকারের দৃশ্য স্বচক্ষে দেখতে পারেণ। বিষখালী, বলেশ্বর ও পায়রা বরগুনার তিন নদীর ইলিশই সুস্বাদু। নদী তিনটির মধ্যে কেবল বিষখালীতে অল্প উজানে এলেই মিষ্টি পানি। দিনে ও রাতে দুই বেলা জোয়ারের প্রবাহ বেশি বলে এই নদীর পানিও স্বচ্ছ। কিন্তু পায়রা ও বলেশ্বরের মিঠাপানি আরও অনেক বেশি উজানে। তা ছাড়া যে নদীর পানি যত স্বচ্ছ, সে নদীর ইলিশের পিঠের দিকও তত কালচে ও পুরু। নদীর পানি ঘোলা হলে ইলিশের পিঠের কালচে রং গাঢ় হয় না। যেসব ইলিশের পিঠের রং কালচে, সেগুলোর স্বাদও বেশি। এ জন্যই বিষখালীর ইলিশ পরিপুষ্ট, উজ্জ্বল ও বেশি স্বাদযুক্ত বলে মনে করা হয়।
ইলিশ গবেষক ও মৎস্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশের ইকো-ফিশ প্রকল্পের দলনেতা আবদুল ওহাব বলেন, বিষখালীর ইলিশের সুখ্যাতি আছে। ইলিশের দুটি ভান্ডার বঙ্গোপসাগর ও পদ্মা-মেঘনার ইলিশ নিয়ে গবেষণা হয়েছে। বিষখালীর ইলিশ নিয়ে গবেষণা হলে আরেকটি নতুন বৈশিষ্ট্যের ইলিশের ভান্ডারের সন্ধান পাওয়া যেতে পারে।’
ইলিশের বাড়ি চাঁদপুর কিনা, এ নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। তবে ইলিশের জেলা কেন যে বরগুনাকে দাবি করা হয়, আশা করি লেখাটি পড়ার পর কারোই আপত্তি থাকবেনা। আমাদের সবচেয়ে বড় অর্জন, গোটা দুনিয়ার স্বীকৃতি ‘ইলিশ বাংলাদেশের’।
গোলাম সরওয়ার টুকু
রাজনীতিবিদ
উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও মানুষ ধীরে ধীরে ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যা অর্থনীতির আধুনিকায়নের পথে গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। এটি শুধু সময় সাশ্রয় করে না, বরং নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০ মার্চ ২০২৫সিটি ব্যাংক ২০০৪ সালে প্রথম ক্রেডিট কার্ড ইস্যু করে এবং ২০০৯ সালে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ইস্যুয়ার ও অ্যাকুয়ারার হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ-সুবিধা চালু করার মাধ্যমে ক্রেডিট কার্ড খাতে উদ্ভাবনী সেবা প্রদান করে, যা সিটি ব্যাংককে শীর্ষ স্থানে নিয়ে আসে। বর্তম
২০ মার্চ ২০২৫ক্রেডিট কার্ডের জগতে প্রতিযোগিতার ছড়াছড়ি। সেখানে কীভাবে ঢাকা ব্যাংক তার অবস্থান ধরে রেখেছে, ভবিষ্যৎ কী পরিকল্পনা, জানিয়েছেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ। তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার...
২০ মার্চ ২০২৫বাংলাদেশে যাত্রা শুরুর পর মাস্টারকার্ড এখন কোন অবস্থানে রয়েছে, গ্রাহকের সেবার মান ও নিরাপত্তার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। সাক্ষাৎকার নিয়েছেন
২০ মার্চ ২০২৫