Ajker Patrika

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২: ২০
শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ মিছিল

অনশন ভাঙার ১৫ দিন পার হয়ে গেলেও এখনো উপাচার্যের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত না আসায় ফের বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবন, আইআইসিটি ভবন, রেজিস্ট্রার ভবন ও চেতনা একাত্তরসহ গুরুত্বপূর্ণ জায়গাসমূহ ঘুরে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘ফরিদ হটাও শাবিপ্রবি বাঁচাও’, ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে’, ‘ফরিদের গতি অস্তাচলে, ফরিদ যাবে রসাতল’, ‘পালা চাটুকার, পালা’, ‘১,২, ৩,৪ ফরিদ তুই শাবি ছাড়’, ‘অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘স্প্লিন্টার বিতরণ কেন্দ্র, বিনা মূল্যে শিক্ষার্থীদের শরীরে স্প্লিন্টার সংযোজন করা হয়, যোগাযোগ: শাবিপ্রবি ভিসি কার্যালয়’, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ কেন?’ ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। 

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।সমাবেশে মোহাইমিল রাজ বাশার বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের দাবিসমূহ মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখনো উপাচার্যের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নি। যারা আমাদেরকে খাদ্য সরবরাহে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্তত আড়াই শ জনের মোবাইলের বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অনশন ভাঙার ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ অ্যাকাউন্টগুলো সচল করা হয়নি। আড়াই শ অ্যাকাউন্টের মধ্যে মাত্র ৫টি অ্যাকাউন্ট সচল করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তিন শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে বারবার আশ্বাস দিলেও এখনো কোনো সমাধান মেলেনি। উপাচার্যের পদত্যাগসহ সকল মামলা প্রত্যাহার ও অ্যাকাউন্টগুলো দ্রুত সচল করে দেওয়া না হলে ফের কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত