Ajker Patrika

ঢল-বর্ষণে চুনারুঘাটের অর্ধশত গ্রাম প্লাবিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭: ০৫
ঢল-বর্ষণে চুনারুঘাটের অর্ধশত গ্রাম প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত দুই দিনের ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই ও সুতাং নদের পানি বেড়েছে। ইতিমধ্যে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আউশ ফসল। 

আজ সোমবার খোয়াই নদের বাল্লা পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গাজীপুর, মিরাশি, রানীগাঁও, সাটিয়াজুরী, শানখলা ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। 

এদিকে দুপুরে খোয়াই নদের চুনারুঘাট ব্রিজ পয়েন্টে ১০৫ সেন্টিমিটার পানি বেড়েছে। করাঙ্গী ও সুতাং নদীর পানিও হু হু করে বাড়ছে। এসব নদীর বাঁধ উপচে নদী এলাকার কয়েক শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হওয়ার কারণে খোয়াই নদেতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

পাউবোর আরেকটি সূত্র জানিয়েছে, চুনারুঘাট উপজেলার উজানে খোয়াই নদের ভারত অংশে ব্যারেজ খুলে দেওয়ার ফলে পানির বৃদ্ধির মাত্রা বেড়েছে।

আজ দুপুরে উপজেলা সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নে গিয়ে দেখা গেছে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ফসলি জমিসহ পুকুর তলিয়ে গেছে। 

সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁশের সাঁকো ঢলের পানিতে ভেসে যাওয়ায় কুনাউড়া, কৃষ্ণপুর, চিলামি, দৌলতপুর, দারাগাঁওসহ সাত-আট গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পরেছে। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘পানিতে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। সার্বক্ষণিক খবর রাখতে ও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত