হবিগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরে ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুটি প্রাইভেট কার ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে এই মিছিল বের হয়। এরপর থেকে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মুসলিম কোয়ার্টার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এরপর পৌর টাউন হলের সামনে সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মো. বদরুল ইসলাম তানভীর ও ছাত্রলীগ নেতা সিয়ার আহমেদের প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও পুলিশের বিভিন্ন দল শহরে টহল জোরদার করেছে। শহরের কোর্ট স্টেশন, শায়েস্তানগর এলাকাসহ কয়েকটি স্থানে বিএনপি ও পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানা গেছে।
তফসিল ঘোষণা হওয়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে টাউন হল রোডে একটি পথসভা করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বিএনপি-জামায়াত চোরগোপ্তা হামলা চালিয়েছে। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই বিএনপি নেতা কর্মীরা একটি মিছিল বের করে। কয়েকটি গাড়ি ভাঙচুর করলে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা পালিয়ে যায়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরে ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুটি প্রাইভেট কার ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে এই মিছিল বের হয়। এরপর থেকে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মুসলিম কোয়ার্টার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এরপর পৌর টাউন হলের সামনে সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মো. বদরুল ইসলাম তানভীর ও ছাত্রলীগ নেতা সিয়ার আহমেদের প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও পুলিশের বিভিন্ন দল শহরে টহল জোরদার করেছে। শহরের কোর্ট স্টেশন, শায়েস্তানগর এলাকাসহ কয়েকটি স্থানে বিএনপি ও পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানা গেছে।
তফসিল ঘোষণা হওয়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে টাউন হল রোডে একটি পথসভা করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বিএনপি-জামায়াত চোরগোপ্তা হামলা চালিয়েছে। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই বিএনপি নেতা কর্মীরা একটি মিছিল বের করে। কয়েকটি গাড়ি ভাঙচুর করলে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা পালিয়ে যায়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
২০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
২০ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
২৫ মিনিট আগে