Ajker Patrika

বিতর্ক তরুণদের চিন্তাভাবনা বিকশিত করে: ড. গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫৮
বিতর্ক তরুণদের চিন্তাভাবনা বিকশিত করে: ড. গোলাম রহমান

আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম রহমান বলেছেন, ‘বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ দক্ষতা পরিমার্জিত করার, তাদের চিন্তাভাবনা প্রকাশ করার এবং বিভিন্ন বিষয়ের গভীর উপলব্ধি অর্জনের প্ল্যাটফর্ম। তরুণ মনকে লালন করতে এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

আজ রোববার দুপুর ১২টার দিকে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এমইউডিসি) আয়োজিত সপ্তাহব্যাপী আন্তবিভাগীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম হাবিবুর রহমান হলে এ অনুষ্ঠান হয়।  

প্রফেসর ড. মো. গোলাম রহমান আরও বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) সুবিশাল ও নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত ক্যাম্পাস ও এখানকার শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা দেখে আমি মুগ্ধ। প্রতিষ্ঠার দুই দশকে এ ইউনিভার্সিটির অগ্রগতি ঈর্ষণীয়। এখানকার নির্মল পরিবেশ বৌদ্ধিক অন্বেষণের জন্য আদর্শ জায়গা। এমন সুন্দর ক্যাম্পাস এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরীর শৈল্পিক মননের বহিঃপ্রকাশ। এর ঈর্ষণীয় অগ্রগতির জন্য শিক্ষক এবং প্রশাসনের শ্রমনিষ্ঠা ও প্রচেষ্টা প্রশংসনীয়।’ 

গোলাম রহমান বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কমিশনার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ, গণমাধ্যম গবেষক ও যোগাযোগ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন এমইউডিসির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাফাত আহমদ। 

বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইমরান উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত ডাইরেক্টর দেবাশীষ রায়, এমইউডিসির প্রেসিডেন্ট মো. আমজাদ হোসেন প্রমুখ। 

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিতর্কের গুরুত্ব এবং শিক্ষার্থীদের উৎসাহী সম্পৃক্ততার বিষয়ে তাঁর চিন্তাভাবনা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, ‘বিতর্ক শুধু একটি পাঠ্যক্রমের বাইরের কার্যকলাপ নয়; এটি ব্যক্তিগত জ্ঞান বৃদ্ধির হাতিয়ার, একজনের দিগন্তকে প্রসারিত করার উপায় এবং একজনের যোগাযোগ দক্ষতাকে শাণিত করার পথ। বিতর্কের জন্য আমাদের শিক্ষার্থীদের উৎসর্গ এবং উৎসাহের জন্য আমি গর্বিত। তারা মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেতনার উদাহরণ।’ 

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন ও রানারআপ হয় যথাক্রমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইংরেজি বিভাগ। প্রফেসর ড. মো. গোলাম রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে ড. মো. গোলাম রহমান মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক (সিলেট) ইয়াহ্ইয়া মারুফ ও সিলেট প্রতিনিধি লবীব আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত