Ajker Patrika

৯৯৯-এ কল পেয়ে বাল্যবিবাহ পণ্ড করল পুলিশ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
৯৯৯-এ কল পেয়ে বাল্যবিবাহ পণ্ড করল পুলিশ

একদিকে কনেপক্ষ অপেক্ষা করছে বরের জন্য। অন্যদিকে ৯৯৯-এ কল পেয়ে ছুটে গেল পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে বন্ধ করে দেওয়া হলো বাল্যবিবাহ। পরে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। আজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সপরিবারে জগন্নাথপুর পৌর এলাকায় বাস করছেন। গতকাল তাঁর কিশোরী (১৫) মেয়ের বাল্যবিবাহের আয়োজন চলছিল। দুপুরে বরপক্ষের জন্য অপেক্ষা করেছিলেন কনের বাড়ির সবাই। এ সময় ৯৯৯ থেকে পাওয়া তথ্যে থানার উপপরিদর্শক (এসআই) অলক দাসের নেতৃত্ব পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়। পরে অলক দাস বিয়ে বন্ধ করে দেন ও ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে দুই পরিবারের কাছ থেকে মুচলেকা নেন। 

জগন্নাথপুর থানার এসআই বলেন, ৯৯৯-এ আসা ফোনে বাল্যবিবাহের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। কনের বাড়িতে পুলিশ এসেছে শুনে বর আর আসেননি। পরে স্থানীয় কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত