জামাল মিয়া, বিশ্বনাথ (সিলেট)
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বিলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বার্ষিক পলো বাওয়া উৎসব। প্রতি বছরের মতো এবারের উৎসবে যোগ দিতে দেশে এসেছেন অনেক প্রবাসী। তেমনি স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন গ্রামের অনেক মেয়ে। পলো বাওয়া উৎসবকে কেন্দ্র করে গোয়াহরি গ্রামে গত কয়েক দিন ধরেই উৎসবের আমেজ।
পলো বাওয়া উৎসবে অংশ নিতে ও দেখতে সোমবার সকাল ৮টা থেকেই গোয়াহরি গ্রামের অধিবাসীদের পাশাপাশি আশপাশের গ্রামগুলোর লোকজন গোয়াহারি বিলের (দক্ষিণের বড় বিল) পাড়ে এসে ভীড় করতে থাকেন। পুরুষদের পাশাপাশি অনেক নারী ও শিশু আসেন বিলের পাড়ে। বেলা ১১টার দিকে গ্রামের সব বয়সের পুরুষ ও অন্য গ্রাম থেকে আসা আত্মীয়-স্বজন বিলে মাছ শিকারে নামেন। ঝপ-ঝপা-ঝপ শব্দের তালে তালে প্রায় ২ ঘণ্টা চলে বার্ষিক ওই পলো বাওয়া উৎসব। তবে পানি চলাচলের ব্যবস্থা না থাকায় ও কচুরিপানা থাকায় এবার মাছ শিকারের পরিমাণ কম। অতিরিক্ত ঠান্ডার কারণে ঠিকমতো পলো বাইতে পারেননি কেউ কেউ। তাই উৎসবে যোগ দেওয়া অনেককেই ঘরে ফিরতে হয়েছে খালি হাতে।
পূর্ব পুরুষদের ঐতিহ্যকে যুগ যুগ ধরে রেখেছেন গোয়াহরি গ্রামের বর্তমান প্রজন্মের বাসিন্দারা। তাই প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয় পলো বাওয়া উৎসব। আগামী ১৫ দিন চলবে এই উৎসব। গোয়াহরি গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পনেরো দিন বিলে মাছ ধরার ক্ষেত্রে নেই কোনো বাধা নেই। এ জন্য ওই পনেরো দিনের ভেতরে বিলে গ্রামের যে কেউ হাত দিয়ে বা টেলা জাল (হাতা জাল) দিয়ে মাছ ধরতে পারবেন। তবে গ্রামবাসী ঐতিহ্য অনুযায়ী ১৫ দিন পর উৎসবের শেষ দিন অর্থাৎ ১৫ মাঘ দ্বিতীয় ধাপে এক সঙ্গে আবারও পলো বাওয়া উৎসবে যোগ দেবেন গ্রামবাসী।
এবার পলোর সঙ্গে টেলা জাল (হাত জাল), উড়াল জাল, চিটকি জাল, কুচাসহ মাছ শিকারের বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে মাছ শিকারে অংশ নেন কয়েক শ শৌখিন মাছ শিকারি। এবার ধরা পড়া মাছের মধ্যে রয়েছে, বোয়াল, কাতল, রুই, শোলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ।
শৌখিন মাছ শিকারি সাহিদুর রহমান বলেন, গত বছর ১৫টি মাছ শিকার করে ছিলাম। কিন্তু এবার মাত্র ১টি মাছ শিকার করেছি। কিসমতেই আছিল ১টা কাতলা। এটাই শিকার করছি।
যুক্তরাজ্যপ্রবাসী আলম খান বলেন, ছোটবেলায় একবার এ উৎসবে তিনটা মাছ শিকার করে ছিলাম। তা নিয়ে বাড়িতে অনেক আনন্দ হয়ে ছিল। দীর্ঘদিন পর আজ আবার পলো বাওয়াতে অংশ নিয়ে মাছ শিকার করতে পেরে খুব ভালো লাগছে।
শৌখিন মাছ শিকারি তাজ উদ্দিন বলেন, ‘বিলে পানি কম থাকায় কেউ মাছ শিকার করতে পারছে, আবার কেউ পারতেছে না। তবে আমি ২টি বোয়াল শিকার করতে পারায় আনন্দ লাগছে।’
গ্রামে আত্মীয়ের বাড়িতে আসা শৌখিন মাছ শিকারি শামীম আহমদ বলেন, ‘পলো বাওয়াতে অংশ নিতে খালার বাড়িতে বেড়াতে এসেছিলাম। একটি বোয়াল শিকার করতে পেরে আনন্দই লাগছে।’
৫ বছর পর সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসী গোলাম কামরান বলেন, দীর্ঘদিন পলো বাওয়া উৎসবে অংশ নেওয়া থেকে বঞ্চিত ছিলাম। তাই এবারে দেশে এসে পলো বাওয়া উৎসবে যোগ পেতে পেরে খুবই আনন্দ পেয়েছি। আর মাছ শিকার করতে পেরে এর পরিধি আরও বেড়েছে।
গ্রামের প্রবীণ ব্যক্তি ময়না মিয়া বলেন, ‘বিলের সঙ্গে এলাকার নদী-নালার পানি চলাচল নেই। তাই বিলের পানি কমে গেছে। তা ছাড়া কচুরিপানাও আছে প্রচুর। এসব কারণে এবার মাছ কম শিকার করতে পেরেছেন শিকারিরা।’
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বিলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বার্ষিক পলো বাওয়া উৎসব। প্রতি বছরের মতো এবারের উৎসবে যোগ দিতে দেশে এসেছেন অনেক প্রবাসী। তেমনি স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন গ্রামের অনেক মেয়ে। পলো বাওয়া উৎসবকে কেন্দ্র করে গোয়াহরি গ্রামে গত কয়েক দিন ধরেই উৎসবের আমেজ।
পলো বাওয়া উৎসবে অংশ নিতে ও দেখতে সোমবার সকাল ৮টা থেকেই গোয়াহরি গ্রামের অধিবাসীদের পাশাপাশি আশপাশের গ্রামগুলোর লোকজন গোয়াহারি বিলের (দক্ষিণের বড় বিল) পাড়ে এসে ভীড় করতে থাকেন। পুরুষদের পাশাপাশি অনেক নারী ও শিশু আসেন বিলের পাড়ে। বেলা ১১টার দিকে গ্রামের সব বয়সের পুরুষ ও অন্য গ্রাম থেকে আসা আত্মীয়-স্বজন বিলে মাছ শিকারে নামেন। ঝপ-ঝপা-ঝপ শব্দের তালে তালে প্রায় ২ ঘণ্টা চলে বার্ষিক ওই পলো বাওয়া উৎসব। তবে পানি চলাচলের ব্যবস্থা না থাকায় ও কচুরিপানা থাকায় এবার মাছ শিকারের পরিমাণ কম। অতিরিক্ত ঠান্ডার কারণে ঠিকমতো পলো বাইতে পারেননি কেউ কেউ। তাই উৎসবে যোগ দেওয়া অনেককেই ঘরে ফিরতে হয়েছে খালি হাতে।
পূর্ব পুরুষদের ঐতিহ্যকে যুগ যুগ ধরে রেখেছেন গোয়াহরি গ্রামের বর্তমান প্রজন্মের বাসিন্দারা। তাই প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয় পলো বাওয়া উৎসব। আগামী ১৫ দিন চলবে এই উৎসব। গোয়াহরি গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পনেরো দিন বিলে মাছ ধরার ক্ষেত্রে নেই কোনো বাধা নেই। এ জন্য ওই পনেরো দিনের ভেতরে বিলে গ্রামের যে কেউ হাত দিয়ে বা টেলা জাল (হাতা জাল) দিয়ে মাছ ধরতে পারবেন। তবে গ্রামবাসী ঐতিহ্য অনুযায়ী ১৫ দিন পর উৎসবের শেষ দিন অর্থাৎ ১৫ মাঘ দ্বিতীয় ধাপে এক সঙ্গে আবারও পলো বাওয়া উৎসবে যোগ দেবেন গ্রামবাসী।
এবার পলোর সঙ্গে টেলা জাল (হাত জাল), উড়াল জাল, চিটকি জাল, কুচাসহ মাছ শিকারের বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে মাছ শিকারে অংশ নেন কয়েক শ শৌখিন মাছ শিকারি। এবার ধরা পড়া মাছের মধ্যে রয়েছে, বোয়াল, কাতল, রুই, শোলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ।
শৌখিন মাছ শিকারি সাহিদুর রহমান বলেন, গত বছর ১৫টি মাছ শিকার করে ছিলাম। কিন্তু এবার মাত্র ১টি মাছ শিকার করেছি। কিসমতেই আছিল ১টা কাতলা। এটাই শিকার করছি।
যুক্তরাজ্যপ্রবাসী আলম খান বলেন, ছোটবেলায় একবার এ উৎসবে তিনটা মাছ শিকার করে ছিলাম। তা নিয়ে বাড়িতে অনেক আনন্দ হয়ে ছিল। দীর্ঘদিন পর আজ আবার পলো বাওয়াতে অংশ নিয়ে মাছ শিকার করতে পেরে খুব ভালো লাগছে।
শৌখিন মাছ শিকারি তাজ উদ্দিন বলেন, ‘বিলে পানি কম থাকায় কেউ মাছ শিকার করতে পারছে, আবার কেউ পারতেছে না। তবে আমি ২টি বোয়াল শিকার করতে পারায় আনন্দ লাগছে।’
গ্রামে আত্মীয়ের বাড়িতে আসা শৌখিন মাছ শিকারি শামীম আহমদ বলেন, ‘পলো বাওয়াতে অংশ নিতে খালার বাড়িতে বেড়াতে এসেছিলাম। একটি বোয়াল শিকার করতে পেরে আনন্দই লাগছে।’
৫ বছর পর সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসী গোলাম কামরান বলেন, দীর্ঘদিন পলো বাওয়া উৎসবে অংশ নেওয়া থেকে বঞ্চিত ছিলাম। তাই এবারে দেশে এসে পলো বাওয়া উৎসবে যোগ পেতে পেরে খুবই আনন্দ পেয়েছি। আর মাছ শিকার করতে পেরে এর পরিধি আরও বেড়েছে।
গ্রামের প্রবীণ ব্যক্তি ময়না মিয়া বলেন, ‘বিলের সঙ্গে এলাকার নদী-নালার পানি চলাচল নেই। তাই বিলের পানি কমে গেছে। তা ছাড়া কচুরিপানাও আছে প্রচুর। এসব কারণে এবার মাছ কম শিকার করতে পেরেছেন শিকারিরা।’
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৫ মিনিট আগেগাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
২৩ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
২৬ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
১ ঘণ্টা আগে