Ajker Patrika

সিলেটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি
সিলেটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট:  সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর।

নিহতরা হলেন, স্থানীয় দরবস্ত বাজারের একটি গ্যারেজের মেকানিক সোহেল আহমদ (৩৫), কানাইঘাট উপজেলার গাছবাড়ী নয়াগ্রামের হাফিজ সুলতান আহমদ (২৮) ও আশিক আহমদ (২৬)৷

ওসি জানান,সিলেট থেকে জাফলংগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আরও দুইজন পথচারী আহত হয়েছেন। তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ  করেছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত