Ajker Patrika

মৌলভীবাজারে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর ফেসবুক লাইভে এসে আলোচনায় ইউপি চেয়ারম্যান

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৬: ৩৭
মৌলভীবাজারে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর ফেসবুক লাইভে এসে আলোচনায় ইউপি চেয়ারম্যান

গ্রেপ্তার অবস্থায় ফেসবুক লাইভে এসে আলোচনার জন্ম দিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান (৪৬)। গতকাল শুক্রবার রাত ২টার দিকে জেলার শ্রীমঙ্গল থানার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ শনিবার দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি। এদিকে র‍্যাব জানিয়েছে সকালেই তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউর রহমান। র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। লাইভের বিষয়টি আমার জানা নেই। আমি সকাল থেকে থানার বাইরে। লিংক দেখে আমি ব্যবস্থা নেব।’ 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুমেন বলেন, ‘গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে মৌলভীবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।’ গ্রেপ্তার অবস্থায় ফেসবুক লাইভে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান। ছবি: ভিডিও থেকে সংগৃহীতএদিকে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর আজ দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে লাইভে এসে আতাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে কামারচাক ইউনিয়নবাসীর কাছে দোয়া চান। তবে পরে তিনি ভিডিওটি ডিলিট করে দেন।

আতাউর রহমানের আওয়ামী লীগে কোনো পদ–পদবি না থাকলেও আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুর রহমানের ভাই। 

উল্লেখ্য, ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদাম ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত