Ajker Patrika

নির্বাচন বানচালের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি
নির্বাচন বানচালের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব: শাবিপ্রবি উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেব।’ 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপাচার্য একথা বলেন।  

উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, ‘বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের শাসনকাল ধরেই বিভিন্ন সময়ে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তবে বিশেষভাবে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে তারা দেশের নামকরা বুদ্ধিজীবীদের হত্যা করে।’ 

১৯৭১ সালে যারা দেশের শত্রু ছিল, তারা আজও দেশের শত্রু। এসব স্বাধীনতাবিরোধী শক্তি যখনই দেশে ক্ষমতায় আসীন হয়েছে, তখনই তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।  

তিনি আরও বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য শর্টকাট কোনো পথ নেই। এ জন্য আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্‌যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত