Ajker Patrika

ময়লা থেকে জৈবসার তৈরিতে শাবিপ্রবিতে ৫০ বিন স্থাপন

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২০: ০১
Thumbnail image

ময়লা থেকে জৈব সার তৈরির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচটি আবাসিক হল ও শিক্ষক-কর্মকর্তাদের কোয়ার্টারের সামনে ৫০টি আধুনিক ময়লার বিন স্থাপন করা হয়েছে। সংগৃহীত এসব ময়লা থেকে প্রয়োজনীয় ময়লা দিয়ে জৈব সার তৈরি করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন এ বিষয়টি জানিয়েছেন। 

উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্রজেক্টের আওতায় এসব কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে হল ও কোয়ার্টারের সামনে ৫০টি বিন স্থাপনের কাজ চলছে। নতুন ও পুরোনোসহ সবগুলো বিন থেকে রাসায়নিক পদার্থ, শাকসবজি-ফলমূলের খোসাসহ তিন ধরনের ময়লা সংগ্রহ করা হবে। এরপর মেশিনে প্রক্রিয়াজাত করে জৈব সারে রূপান্তরিত করা হবে। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন আরও বলেন, এসব জৈব সার ক্যাম্পাসে যেসব গাছপালা লাগানো হচ্ছে সেগুলোতে ব্যবহার করা হবে। চাহিদার তুলনায় জৈবসার বেশি উৎপাদন করতে পারলে পরবর্তীতে আমরা বাইরে যে কারও কাছে বিক্রি করতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত