জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেই সঙ্গে এই উপজেলার কুশিয়ারা ও নলজুরসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে পুরো উপজেলার কয়েক লাখ মানুষ। ২০টি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এ ছাড়া আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছে আরও শতাধিক পরিবার।
সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাওরপারের বাসিন্দাদের। দিশেহারা হয়ে পড়েছে আশ্রয় ও খাদ্যের অভাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সব কটি এলাকার গ্রামীণ জনপথ বন্যার পানিতে তলিয়ে গেছে। বহমান কুশিয়ারা ও নলজুরে পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাস্তাঘাট। নদীর তীরে এবং হাওরপারের গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে।
বন্যার ভুক্তভোগী বাসিন্দারা বলেন, সবখানে বানের পানি ঢুকে পড়েছে। কারও বাড়িতে কোমর পরিমাণ পানি। আবার কারও ঘরে হাঁটুপানি। অধিকাংশ ঘরে দেখা দিয়েছে খাদ্যের সংকট। আবার অনেকে গৃহপালিত পশু নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
বিশেষ করে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাওরের প্রত্যন্ত গ্রামগুলোতে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ফলে লোকজন পড়েছে চরম দুর্ভোগে। এ ছাড়া উপজেলার ২০টি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।
এদিকে, আবার গত বৃহস্পতিবার থেকে উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে।
অন্যদিকে, এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়াসহ বিদ্যালয়ে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশে পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেই সঙ্গে এই উপজেলার কুশিয়ারা ও নলজুরসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে পুরো উপজেলার কয়েক লাখ মানুষ। ২০টি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এ ছাড়া আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছে আরও শতাধিক পরিবার।
সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাওরপারের বাসিন্দাদের। দিশেহারা হয়ে পড়েছে আশ্রয় ও খাদ্যের অভাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সব কটি এলাকার গ্রামীণ জনপথ বন্যার পানিতে তলিয়ে গেছে। বহমান কুশিয়ারা ও নলজুরে পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাস্তাঘাট। নদীর তীরে এবং হাওরপারের গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে।
বন্যার ভুক্তভোগী বাসিন্দারা বলেন, সবখানে বানের পানি ঢুকে পড়েছে। কারও বাড়িতে কোমর পরিমাণ পানি। আবার কারও ঘরে হাঁটুপানি। অধিকাংশ ঘরে দেখা দিয়েছে খাদ্যের সংকট। আবার অনেকে গৃহপালিত পশু নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
বিশেষ করে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাওরের প্রত্যন্ত গ্রামগুলোতে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ফলে লোকজন পড়েছে চরম দুর্ভোগে। এ ছাড়া উপজেলার ২০টি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।
এদিকে, আবার গত বৃহস্পতিবার থেকে উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে।
অন্যদিকে, এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়াসহ বিদ্যালয়ে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশে পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩৩ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৪১ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে