Ajker Patrika

মৌলভীবাজারে আরও ৯৪ জন করোনায় আক্রান্ত 

প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে আরও ৯৪ জন করোনায় আক্রান্ত 

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ। নতুন করে একজনের মৃত্যু হয়েছে। 

সর্বশেষ ২৪৬টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা পজিটিভ আসে। মৌলভীবাজার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন। রাজনগর উপজেলা আক্রান্ত ১০ জন, কুলাউড়া উপজেলায় ১৬ জন, বড়লেখা উপজেলায় পাঁচজন, কমলগঞ্জ উপজেলায় দুজন, শ্রীমঙ্গল উপজেলায় ১১ জন, জুড়ী উপজেলায় আটজন। সদরে ৪২ জন।   

এদিকে নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১৮ ব্যক্তিকে ৭৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। এবং নয়জনকে সাময়িক আটক করা হয়। চলমান লকডাউনে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ র‍্যাব, বিজিবি, আনসার, ও সেনাবাহিনী মাঠে কাজ করছেন। পাশাপাশি ভোক্তা অধিকার অধিদপ্তর পণ্যের মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি ঠিক রাখতে কাজ করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত