মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং নিয়ে তর্কের জের ধরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলার একটি ভিডিও ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। তর্কের বিষয় নিয়ে থানা অভিযোগও দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনির বাড়িতে গিয়ে হামলা ও হুমকি-ধমকি দিয়েছেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিনের খালাতো ভাই, উপজেলা যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদকে ফোনকল করে গালাগালি করেন কিশোর রায় চৌধুরী মনি। এর জের ধরে গতকাল শুক্রবার আহমদ কামাল অহিদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা কিশোর রায় চৌধুরী মনিকে মারতে যান। ক্লাব রোডের বাসায় তাঁকে না পেয়ে তাঁর বাসায় হামলা করেন তাঁরা।
এ ঘটনার ভিডিও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, আহমদ কামাল রিফাত অহিদের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, জায়ফর নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহফুজ নাইম, হুমায়ুন রশিদ, আরিফ আহমদসহ ১৫-২০ জন নেতা-কর্মী কিশোর রায় চৌধুরী মনির বাসার গেটে লাঠিসোঁটা দিয়ে বাড়ি দিচ্ছেন। চিৎকার করে গালাগালি করছেন। তাঁকে না পেয়ে পরিবারকে হুমকি দিচ্ছেন।
এরপর যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদ জুড়ী থানায় কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে হত্যা হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করে ফেসবুকে পোস্ট করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কিশোর রায় চৌধুরী মনি বলেন, ‘আমি কল দিয়েছিলাম বিদ্যুতের বিষয় নিয়ে, যেন উনি একটু বলে দেন। কারণ, বিদ্যুতের কাউকে পাচ্ছিলাম না। কথার একপর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে যাই। পরের দিন সকালে (শুক্রবার) আমার বাড়িতে কামাল অহিদের নেতৃত্বে হামলা হয়। এই ঘটনায় আমার বাচ্চারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি তাদের নিয়ে ডাক্তারের কাছে আছি।’
ফোন কলে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিশোর রায় বলেন, ‘আমার শরীরে মাথা একটা, তাই এত সাহস আমার নাই যে মন্ত্রীর ভাইকে হুমকি দেব!’
এ ব্যাপারে আহমদ কামাল অহিদ বলেন, ‘উনি আমাকে কল দিয়ে গভীর রাতে জানতে চান বিদ্যুৎ নাই কেন? একপর্যায়ে গালাগালি করেন। আমাকে প্রাণনাশের হুমকি দেন। আমি শুক্রবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছি।’
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘কামাল অহিদ জিডি করেছেন। তবে হামলার বিষয়টি আমরা জানি না।’
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং নিয়ে তর্কের জের ধরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলার একটি ভিডিও ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। তর্কের বিষয় নিয়ে থানা অভিযোগও দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনির বাড়িতে গিয়ে হামলা ও হুমকি-ধমকি দিয়েছেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিনের খালাতো ভাই, উপজেলা যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদকে ফোনকল করে গালাগালি করেন কিশোর রায় চৌধুরী মনি। এর জের ধরে গতকাল শুক্রবার আহমদ কামাল অহিদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা কিশোর রায় চৌধুরী মনিকে মারতে যান। ক্লাব রোডের বাসায় তাঁকে না পেয়ে তাঁর বাসায় হামলা করেন তাঁরা।
এ ঘটনার ভিডিও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, আহমদ কামাল রিফাত অহিদের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, জায়ফর নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহফুজ নাইম, হুমায়ুন রশিদ, আরিফ আহমদসহ ১৫-২০ জন নেতা-কর্মী কিশোর রায় চৌধুরী মনির বাসার গেটে লাঠিসোঁটা দিয়ে বাড়ি দিচ্ছেন। চিৎকার করে গালাগালি করছেন। তাঁকে না পেয়ে পরিবারকে হুমকি দিচ্ছেন।
এরপর যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদ জুড়ী থানায় কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে হত্যা হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করে ফেসবুকে পোস্ট করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কিশোর রায় চৌধুরী মনি বলেন, ‘আমি কল দিয়েছিলাম বিদ্যুতের বিষয় নিয়ে, যেন উনি একটু বলে দেন। কারণ, বিদ্যুতের কাউকে পাচ্ছিলাম না। কথার একপর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে যাই। পরের দিন সকালে (শুক্রবার) আমার বাড়িতে কামাল অহিদের নেতৃত্বে হামলা হয়। এই ঘটনায় আমার বাচ্চারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি তাদের নিয়ে ডাক্তারের কাছে আছি।’
ফোন কলে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিশোর রায় বলেন, ‘আমার শরীরে মাথা একটা, তাই এত সাহস আমার নাই যে মন্ত্রীর ভাইকে হুমকি দেব!’
এ ব্যাপারে আহমদ কামাল অহিদ বলেন, ‘উনি আমাকে কল দিয়ে গভীর রাতে জানতে চান বিদ্যুৎ নাই কেন? একপর্যায়ে গালাগালি করেন। আমাকে প্রাণনাশের হুমকি দেন। আমি শুক্রবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছি।’
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘কামাল অহিদ জিডি করেছেন। তবে হামলার বিষয়টি আমরা জানি না।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৭ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে