Ajker Patrika

তারাপুর চা-বাগানের জমি আত্মসাৎ, দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৭ মে ২০২৪, ২২: ২২
Thumbnail image

সিলেট তারাপুর চা-বাগানের জমি আত্মসাতের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা কাদিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন এ আদেশ দেন। তিনি সিলেটের বিতর্কিত শিল্পপতি রাগীব আলীর মেয়ে। 

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রোজিনা কাদির পলাতক আসামি ছিলেন। তিনি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আইনগত সুযোগ না থাকায় আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

আদালত সূত্রে জানা যায়, রোজিনা কাদির ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা- বাগানের ভূমি আত্মসাতের মামলায় পলাতক আসামি। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ৬ এপ্রিল মামলার রায় ঘোষণা করেন তৎকালীন সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো। 

তারাপুর চা বাগান। ছবি: সংগৃহীতরায়ে চারটি ধারায় রাগীব আলী, তাঁর ছেলে আব্দুল হাই, মেয়ে পলাতক আসামি রোজিনা কাদির, রোজিনার স্বামী আব্দুল কাদির ও দেওয়ান মোস্তাক মজিদের ১৪ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোজিনা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি গত ৩১ মার্চ দেশে ফিরে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। 

এর আগে ২০০৫ সালের ২ নভেম্বর দেবোত্তর সম্পত্তি আত্মসাতের জন্য জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরির অভিযোগে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত