শাকিলা ববি, সিলেট
চলমান বৃষ্টি আর ঢলের পানিতে নগরীর আখালিয়া এলাকায় কোমরপানি। দুদিন আগে অঝোর বৃষ্টির মধ্যে আখালিয়া বিজিবি গেটের গ্রিলে একটি বেজিকে বসে থাকতে দেখা যায়। মানুষ দেখলেই দৌড়ে পালিয়ে যাওয়া যেই প্রাণীর স্বভাব, ওই দিন বেজিটি মানুষ দেখেও পালায়নি। মানুষজন কাছাকাছি গেলে আত্মরক্ষার্থে চিৎকার করলেও গ্রিল আঁকড়ে ছিল। অবশ্য চারদিকে থইথই পানি। পালাবার পথ কই!
এই বেজির মতোই অবস্থা সিলেটের পশুপাখিদের। আকস্মিক বন্যায় বিপাকে পড়া মানুষ সাধ্যমতো গৃহপালিত পশুপাখি সঙ্গে করে আশ্রয়কেন্দ্রে গেছেন। কিন্তু বিপাকে পড়ছে মুক্ত থাকা কুকুর ও বিড়াল। প্রাণে বাঁচতে প্রাণপণ চেষ্টা করছে তারা। বন-জঙ্গলে থাকা পশুপাখিও বাসস্থান ও খাবার সংকটে পড়েছে।
গতকাল রোববার রাতে সিলেটের উপশহরের সি-ব্লকের ৩৭ নম্বর রোডে পানিবন্দী অবস্থায় আতঙ্কিত ও অভুক্ত একটি কুকুর উদ্ধার করেন পরিবেশ কর্মী বিনয় ভদ্র। তাঁর মতো নগরীর বেশ কয়েকজন সংস্কৃতি, সামাজিক ও পরিবেশ কর্মী কাজ করছেন পানিবন্দী এসব প্রাণী উদ্ধারে।
নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রেও মানুষজন পালিত হাঁস-মুরগি, গরু-ছাগল নিয়ে এসেছেন। সিলেট সদর উপজেলার মানসিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কলসুমা বেগম দুই শিশুসহ চারটি হাঁস ও দুটি ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তিনি বলেন, বাড়িতে পানি উঠছে তাই বাচ্চাদের নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছি। চারটা হাঁস ও দুটি ছাগল আছে আমার। এগুলোও সঙ্গে করে নিয়ে এসেছি। খালি বাড়িতে পানির মধ্যে এগুলোকে রেখে আসতে মন মানছিল না। তাই সঙ্গে নিয়া আসছি।
এদিকে বিপাকে পড়া এসব প্রাণীকে উদ্ধার ও খাবার সরবরাহ করছেন ‘অ্যানিমেল লাভারস অব সিলেট’ নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এই সংগঠনের কর্মীরা জানান, গত তিন দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁরা প্রায় ৩০টি কুকুর পানি থেকে উদ্ধার করে শুকনো জায়গায় রেখেছেন। প্রায় ২০০ অভুক্ত কুকুরকে খাবার খাইয়েছেন। একই সময়ে তাঁরা প্রায় ১৫টি বিড়ালকে কাকভেজা অবস্থায় পানি থেকে উদ্ধার করে বিড়ালপ্রেমীদের বাসায় নিরাপদে রেখেছেন।
অ্যানিমেল লাভারস অব সিলেটের প্রতিষ্ঠাতা আয়েশা আরা লস্কর বলেন, ‘বন্যায় বিপাকে পড়া মানুষকে সাহায্য করার মানুষের অভাব হয় না। তাই আমরা বন্যার পানিতে বিপাকে পড়া প্রাণীদের উদ্ধারে কাজ করছি। এসব প্রাণী উদ্ধারে তিন দিন ধরে আমরা ছয়টি টিমে কাজ করছি। কুকুরগুলোকে আমরা পানি থেকে উদ্ধার করে একই এলাকার শুকনো জায়গায় রেখে খাবার খাইয়ে এসেছি। অন্য এলাকায় নিইনি কারণ তাহলে পরে সে নিজ এলাকায় ফিরতে পারবে না। আর বিড়ালগুলোকে যখন উদ্ধার করি তখন খুব খারাপ অবস্থা ছিল। তাই বিড়ালগুলোকে উদ্ধার করে বিড়াল পালন করে এমন কয়েকটি বাসায় রেখেছি।’
এদিকে বন্যার মধ্যে নৌকা ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিপাকে পড়েছেন প্রাণী উদ্ধারকর্মীরা। আয়েশা আরা বলেন, ‘এই পরিস্থিতিতে নৌকা ভাড়া অনেক বেশি, তাই আমরা ঢাকা থেকে কিছু প্লাস্টিকের নৌকা নিয়ে এসেছি এই প্রাণীদের উদ্ধারের জন্য। এই কাজের জন্য আরও স্বেচ্ছাসেবী প্রয়োজন। এ ব্যাপারে কেউ কাজ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।’
চলমান বৃষ্টি আর ঢলের পানিতে নগরীর আখালিয়া এলাকায় কোমরপানি। দুদিন আগে অঝোর বৃষ্টির মধ্যে আখালিয়া বিজিবি গেটের গ্রিলে একটি বেজিকে বসে থাকতে দেখা যায়। মানুষ দেখলেই দৌড়ে পালিয়ে যাওয়া যেই প্রাণীর স্বভাব, ওই দিন বেজিটি মানুষ দেখেও পালায়নি। মানুষজন কাছাকাছি গেলে আত্মরক্ষার্থে চিৎকার করলেও গ্রিল আঁকড়ে ছিল। অবশ্য চারদিকে থইথই পানি। পালাবার পথ কই!
এই বেজির মতোই অবস্থা সিলেটের পশুপাখিদের। আকস্মিক বন্যায় বিপাকে পড়া মানুষ সাধ্যমতো গৃহপালিত পশুপাখি সঙ্গে করে আশ্রয়কেন্দ্রে গেছেন। কিন্তু বিপাকে পড়ছে মুক্ত থাকা কুকুর ও বিড়াল। প্রাণে বাঁচতে প্রাণপণ চেষ্টা করছে তারা। বন-জঙ্গলে থাকা পশুপাখিও বাসস্থান ও খাবার সংকটে পড়েছে।
গতকাল রোববার রাতে সিলেটের উপশহরের সি-ব্লকের ৩৭ নম্বর রোডে পানিবন্দী অবস্থায় আতঙ্কিত ও অভুক্ত একটি কুকুর উদ্ধার করেন পরিবেশ কর্মী বিনয় ভদ্র। তাঁর মতো নগরীর বেশ কয়েকজন সংস্কৃতি, সামাজিক ও পরিবেশ কর্মী কাজ করছেন পানিবন্দী এসব প্রাণী উদ্ধারে।
নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রেও মানুষজন পালিত হাঁস-মুরগি, গরু-ছাগল নিয়ে এসেছেন। সিলেট সদর উপজেলার মানসিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কলসুমা বেগম দুই শিশুসহ চারটি হাঁস ও দুটি ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তিনি বলেন, বাড়িতে পানি উঠছে তাই বাচ্চাদের নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছি। চারটা হাঁস ও দুটি ছাগল আছে আমার। এগুলোও সঙ্গে করে নিয়ে এসেছি। খালি বাড়িতে পানির মধ্যে এগুলোকে রেখে আসতে মন মানছিল না। তাই সঙ্গে নিয়া আসছি।
এদিকে বিপাকে পড়া এসব প্রাণীকে উদ্ধার ও খাবার সরবরাহ করছেন ‘অ্যানিমেল লাভারস অব সিলেট’ নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এই সংগঠনের কর্মীরা জানান, গত তিন দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁরা প্রায় ৩০টি কুকুর পানি থেকে উদ্ধার করে শুকনো জায়গায় রেখেছেন। প্রায় ২০০ অভুক্ত কুকুরকে খাবার খাইয়েছেন। একই সময়ে তাঁরা প্রায় ১৫টি বিড়ালকে কাকভেজা অবস্থায় পানি থেকে উদ্ধার করে বিড়ালপ্রেমীদের বাসায় নিরাপদে রেখেছেন।
অ্যানিমেল লাভারস অব সিলেটের প্রতিষ্ঠাতা আয়েশা আরা লস্কর বলেন, ‘বন্যায় বিপাকে পড়া মানুষকে সাহায্য করার মানুষের অভাব হয় না। তাই আমরা বন্যার পানিতে বিপাকে পড়া প্রাণীদের উদ্ধারে কাজ করছি। এসব প্রাণী উদ্ধারে তিন দিন ধরে আমরা ছয়টি টিমে কাজ করছি। কুকুরগুলোকে আমরা পানি থেকে উদ্ধার করে একই এলাকার শুকনো জায়গায় রেখে খাবার খাইয়ে এসেছি। অন্য এলাকায় নিইনি কারণ তাহলে পরে সে নিজ এলাকায় ফিরতে পারবে না। আর বিড়ালগুলোকে যখন উদ্ধার করি তখন খুব খারাপ অবস্থা ছিল। তাই বিড়ালগুলোকে উদ্ধার করে বিড়াল পালন করে এমন কয়েকটি বাসায় রেখেছি।’
এদিকে বন্যার মধ্যে নৌকা ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিপাকে পড়েছেন প্রাণী উদ্ধারকর্মীরা। আয়েশা আরা বলেন, ‘এই পরিস্থিতিতে নৌকা ভাড়া অনেক বেশি, তাই আমরা ঢাকা থেকে কিছু প্লাস্টিকের নৌকা নিয়ে এসেছি এই প্রাণীদের উদ্ধারের জন্য। এই কাজের জন্য আরও স্বেচ্ছাসেবী প্রয়োজন। এ ব্যাপারে কেউ কাজ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।’
ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
৭ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১৫ মিনিট আগেগুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বনানী ১১ নম্বর রোডে বিক্ষোভে নামেন রিকশাচালকেরা। ছবি তুলতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
২৬ মিনিট আগে