Ajker Patrika

সিলেট ওসমানী বিমানবন্দরে ২ যুবলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২১: ৫৭
সিলেট ওসমানী বিমানবন্দরে ২ যুবলীগ নেতা গ্রেপ্তার 

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বোনের ছেলে বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ। তাঁদের দুজনের নামেই বড়লেখা থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ওসি মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে সিলেট বিমানবন্দরে আসেন। পরে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে বিমানবন্দর থানা হস্তান্তর করে।’ 

ওসি আরও বলেন, বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাদী হয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি মিছিলে হামলার অভিযোগে ২৩ আগস্ট বড়লেখা থানায় মামলা করেন। ওই মামলায় আসামি হিসেবে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনে ছালেহ আহমদ এবং যুবলীগ নেতা জালাল আহমদের নাম উল্লেখ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত