ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল। আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা-বাবা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার। সে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের মরম আলী মেয়ে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষার্থী সাদিয়া কয়েক দিন আগে বাড়ির পার্শ্ববর্তী মাটির সড়কের পাশ থেকে কাদামাটি এনে ঘর লেপার কাজ করে। মঙ্গলবার সকালে সাদিয়া বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিল তাকে অফিস কক্ষে ডেকে নেন। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের সামনে সাদিয়ার ওই কাজে সড়কের ক্ষতি হয়েছে এবং সড়ক দিয়ে যানবাহন চলাচলে অসুবিধা হবে–এমন অভিযোগ তুলে বেত্রাঘাত ও গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে সাদিয়া বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়।
শিক্ষার্থী সাদিয়ার বাবা মরম আলী বলেন, ‘জলিলের হয়ে স্থানীয় ইউপি সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাক্ষ্য না দেওয়ায় আমার মেয়ের সাথে এমনটি করেছেন জলিল। আমার মেয়ে আমার রেকর্ডি জমি থেকে মাটি তুলেছে। প্রয়োজনে আমি রাস্তা ঠিক করে দিতাম। কিন্তু জলিল মারধর করে মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দেয়।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিল বলেন, ‘এখানে আরও ৩০–৪০ শিক্ষার্থী ছিল। সাদিয়াকে কোনোরকম বেত্রাঘাত বা মারধর করা হয়নি। ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এমন অভিযোগ করা হচ্ছে।’
এ ঘটনায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘ওই ছাত্রীর মা-বাবা বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল। আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা-বাবা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার। সে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের মরম আলী মেয়ে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষার্থী সাদিয়া কয়েক দিন আগে বাড়ির পার্শ্ববর্তী মাটির সড়কের পাশ থেকে কাদামাটি এনে ঘর লেপার কাজ করে। মঙ্গলবার সকালে সাদিয়া বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিল তাকে অফিস কক্ষে ডেকে নেন। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের সামনে সাদিয়ার ওই কাজে সড়কের ক্ষতি হয়েছে এবং সড়ক দিয়ে যানবাহন চলাচলে অসুবিধা হবে–এমন অভিযোগ তুলে বেত্রাঘাত ও গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে সাদিয়া বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়।
শিক্ষার্থী সাদিয়ার বাবা মরম আলী বলেন, ‘জলিলের হয়ে স্থানীয় ইউপি সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাক্ষ্য না দেওয়ায় আমার মেয়ের সাথে এমনটি করেছেন জলিল। আমার মেয়ে আমার রেকর্ডি জমি থেকে মাটি তুলেছে। প্রয়োজনে আমি রাস্তা ঠিক করে দিতাম। কিন্তু জলিল মারধর করে মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দেয়।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিল বলেন, ‘এখানে আরও ৩০–৪০ শিক্ষার্থী ছিল। সাদিয়াকে কোনোরকম বেত্রাঘাত বা মারধর করা হয়নি। ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এমন অভিযোগ করা হচ্ছে।’
এ ঘটনায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘ওই ছাত্রীর মা-বাবা বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
২ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
২ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
২ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
২ ঘণ্টা আগে