Ajker Patrika

ছাত্রীকে বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাত্রীকে বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল। আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা-বাবা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। 

ভুক্তভোগী ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার। সে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের মরম আলী মেয়ে। 

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষার্থী সাদিয়া কয়েক দিন আগে বাড়ির পার্শ্ববর্তী মাটির সড়কের পাশ থেকে কাদামাটি এনে ঘর লেপার কাজ করে। মঙ্গলবার সকালে সাদিয়া বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিল তাকে অফিস কক্ষে ডেকে নেন। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের সামনে সাদিয়ার ওই কাজে সড়কের ক্ষতি হয়েছে এবং সড়ক দিয়ে যানবাহন চলাচলে অসুবিধা হবে–এমন অভিযোগ তুলে বেত্রাঘাত ও গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে সাদিয়া বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়। 

শিক্ষার্থী সাদিয়ার বাবা মরম আলী বলেন, ‘জলিলের হয়ে স্থানীয় ইউপি সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাক্ষ্য না দেওয়ায় আমার মেয়ের সাথে এমনটি করেছেন জলিল। আমার মেয়ে আমার রেকর্ডি জমি থেকে মাটি তুলেছে। প্রয়োজনে আমি রাস্তা ঠিক করে দিতাম। কিন্তু জলিল মারধর করে মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দেয়।’ 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিল বলেন, ‘এখানে আরও ৩০–৪০ শিক্ষার্থী ছিল। সাদিয়াকে কোনোরকম বেত্রাঘাত বা মারধর করা হয়নি। ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এমন অভিযোগ করা হচ্ছে।’ 

এ ঘটনায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘ওই ছাত্রীর মা-বাবা বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত