Ajker Patrika

দক্ষিণ সুনামগঞ্জ ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ  ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

দক্ষিন সুনামগঞ্জ (সুনামগঞ্জ):  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আউয়াল খান (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুই দিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ২৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল আউয়াল খানের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬ টায় আব্দুল আউয়াল খানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় আব্দুল আউয়াল খান নামের একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষের আশঙ্কায় দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসির নেতৃত্বে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত