Ajker Patrika

মৌলভীবাজারে করোনায় নতুন শনাক্ত ১২৫ 

প্রতিনিধি, মৌলভীবাজার
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১০: ৩৩
মৌলভীবাজারে করোনায় নতুন শনাক্ত ১২৫ 

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

নতুন শনাক্ত ১২৫ জনের মধ্যে রাজনগর উপজেলার পাঁচ, কুলাউড়া উপজেলার ২৬, বড়লেখা উপজেলার ১, কমলগঞ্জ উপজেলার ১০, শ্রীমঙ্গল উপজেলার ১৫ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬৮ জন।

এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২ হাজার ৮৪৫। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত