Ajker Patrika

তীব্র শীতে অসহায় খেটে খাওয়া মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ৩৮
Thumbnail image

গত তিন দিনের তীব্র শীত আর কুয়াশায় অসহায় জীবন যাপন করছে খেটে খাওয়া মানুষ। শীতের শুরুতে সুনামগঞ্জে তেমন শীত অনুভূত না হলেও গত বুধবার থেকে প্রতিদিনই গড়ে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। ফলে শীতের কবলে পড়েছেন হাওরাঞ্চলের বোরো চাষিরা। তীব্র শৈত্যপ্রবাহ থাকার কারণে জমিতে আবাদ ব্যাহত হচ্ছে।

শীতের প্রকোপে দিনমজুর, বালু-পাথর উত্তোলনের পেশায় জড়িত হাজারো শ্রমিকসহ অন্যরাও কষ্টে আছেন। পরিবারের মুখে খাবার তুলে দিতে তারা হিমশিম খাচ্ছেন। 

জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে হাজারো বালু-পাথরের শ্রমিক পানিতে নেমে সনাতন পদ্ধতিতে বালু-পাথর তোলার কাজ করে থাকেন। আর এই শ্রমিকেরা বালু উত্তোলন করেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত তিন দিনের তীব্র শীতের কারণে বেকায়দায় পড়েছেন তাঁরা। 

সুনামগঞ্জ সদর উপজেলার বোরো চাষি করম আলী বলেন, ‘জমিতে আগাছা পরিষ্কার করা জরুরি। কিন্তু এত শীতের মাঝে গেলেই তো অসুস্থ হয়ে যাব। তবুও তো আগাছা পরিষ্কার করাই লাগবে।’ 

জাদুকাটা নদীর বালুশ্রমিক আকাশ মিয়া বলেন, ‘আমরা তো পানিতে নাইমা বালু তোলার কাজ করি। কদিন ধইরা যে ঠান্ডা, কেমনে পানিতে নামব বুঝতাছি না। তবে একটু রোদ উঠলে নামি। কিন্তু রোজগার কম হয়। আরও কদিন শীত এমন তীব্র থাকলে আরও বেশি কষ্ট হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত