Ajker Patrika

নিখোঁজের এক দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৫: ৫০
নিখোঁজের এক দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের এক দিন পরে মাহিদ মিয়া (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৌর এলাকার গন্ধ্যা ফুটবল মাঠের পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় মাহিদের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহিদ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে। 

পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র শিশু মাহিদ খেলাধুলা করার উদ্দেশ্যেই বাড়ির পার্শ্ববর্তী গন্ধ্যা খেলার মাঠে যায়। সন্ধ্যা হয়ে গেলেও মাহিদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন মাহিদকে খোঁজাখুঁজি করে। সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাহিদের পরিবারের লোকজন শহরজুড়ে মাহিদের সন্ধানে মাইকিং করান। 

আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার গন্ধ্যা ফুটবল মাঠের পার্শ্ববর্তী পুকুরে মাহিদের ভাসমান দেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত